Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হেডের তাণ্ডবে পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড, তছনছ স্কটল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেখানে ইংলিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে অজিরা। তবে এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে মিচেল মার্শের দল। সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই দল যেখানে স্কটল্যান্ডের দেয়া ১৫৪ রানের লক্ষ্য ট্রাভিস হেডের তান্ডবে ৯.৪ ওভারেই পেরিয়ে গেছে সরকারীরা।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্কটিশরা। দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। জাভিয়ের বার্টলেটের বলে ওলি হেয়ারস আউট হওয়ার পর দলের হাল ধরেন আরেক ওপেনার জর্জ মুনশি। ব্রেন্ডন ম্যাকমালেনের সঙ্গে জুটি গড়ে স্কোরবোর্ডে ৪৪ রান তোলেন মুনশি।

তবে নিজের ইনিংস বড় করতে পারেননি মুনশি। ১৬ বলে ৩ ছয় আর ২ চারে ২৮ রান করে তিনি আউট হন শন অ্যাবটের বলে। এরপর ম্যাকমালেনও আউট হন ১৫ বলে ১৯ রান করে। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেছিলেন অধিনায়ক রিচি ব্যারিংটন এবং ম্যাথু ক্রস। এ জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৩৯ রান।

তবে এ দুজনও ইনিংস বর করতে পারেননি, দুজন আউট হন যথাক্রমে ২৩ এবং ২৭ রান করে। এরপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রানে।

এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। অজিদের হয়ে কাল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মারকুটে ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্কের। তবে নিজের উদ্বোধনী ম্যাচটা স্মরণীয় করতে পারেননি তরুণ এই ওপেনার, ৩ বল খেলে ০ রান করে আউট হন তিনি। তবে শুরুতেই উইকেট হারালেও সেটার প্রভাব পড়তে দেননি হেড এবং মার্শ। এ দুজন মিলে স্কটিশ বোলারদের উপর কাল রীতিমত তাণ্ডব চালিয়েছেন।

হেডের তাণ্ডবে কাল পাওয়ার প্লেতেই অজিদের স্কোরবোর্ডে ওঠে ১১৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে সবথেকে বেশ রান করার রেকর্ড এটিই। এর আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার, প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে করেছিল ১০২ রান। আগ্রাসী ব্যাটিংয়ে হেড ব্যক্তিগত অর্ধশতক ছুঁয়েছেন ১৭ বলে।

স্কটিশ বোলারদের উপর তাণ্ডব চালানপো হেড কাল খেলেছেন ১৫ বলে ৫ ছয় আর ১২ চারে ৮৫ রানের এক দুর্দান্ত ইনিংস। তাকে সঙ্গ দিয়ে আগ্রাসী ইনিংস খেলেছেন মার্শও। তিনি খেলেছেন ১২ বলে ৩৯ রানের এক ইনিংস। ৩ ছয় আর ৫ চারে ৩৯ রান করে অধিনায়ক আউট হওয়ার পর অজিদের জয় নিশ্চিত করেছেন জশ ইংলিশ ও মার্কাস স্টয়নিস। ম্যাচটি অজিরা জিতে নেয় ৩ উইকেট হারিয়ে ৯.৪ ওভারেই। ফলে সবথেকে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ডও গড়েছে অজিরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

হেডের তাণ্ডবে পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড, তছনছ স্কটল্যান্ড

প্রকাশের সময় : ০১:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেখানে ইংলিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে অজিরা। তবে এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে মিচেল মার্শের দল। সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই দল যেখানে স্কটল্যান্ডের দেয়া ১৫৪ রানের লক্ষ্য ট্রাভিস হেডের তান্ডবে ৯.৪ ওভারেই পেরিয়ে গেছে সরকারীরা।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্কটিশরা। দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। জাভিয়ের বার্টলেটের বলে ওলি হেয়ারস আউট হওয়ার পর দলের হাল ধরেন আরেক ওপেনার জর্জ মুনশি। ব্রেন্ডন ম্যাকমালেনের সঙ্গে জুটি গড়ে স্কোরবোর্ডে ৪৪ রান তোলেন মুনশি।

তবে নিজের ইনিংস বড় করতে পারেননি মুনশি। ১৬ বলে ৩ ছয় আর ২ চারে ২৮ রান করে তিনি আউট হন শন অ্যাবটের বলে। এরপর ম্যাকমালেনও আউট হন ১৫ বলে ১৯ রান করে। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেছিলেন অধিনায়ক রিচি ব্যারিংটন এবং ম্যাথু ক্রস। এ জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৩৯ রান।

তবে এ দুজনও ইনিংস বর করতে পারেননি, দুজন আউট হন যথাক্রমে ২৩ এবং ২৭ রান করে। এরপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রানে।

এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। অজিদের হয়ে কাল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মারকুটে ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্কের। তবে নিজের উদ্বোধনী ম্যাচটা স্মরণীয় করতে পারেননি তরুণ এই ওপেনার, ৩ বল খেলে ০ রান করে আউট হন তিনি। তবে শুরুতেই উইকেট হারালেও সেটার প্রভাব পড়তে দেননি হেড এবং মার্শ। এ দুজন মিলে স্কটিশ বোলারদের উপর কাল রীতিমত তাণ্ডব চালিয়েছেন।

হেডের তাণ্ডবে কাল পাওয়ার প্লেতেই অজিদের স্কোরবোর্ডে ওঠে ১১৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে সবথেকে বেশ রান করার রেকর্ড এটিই। এর আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার, প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে করেছিল ১০২ রান। আগ্রাসী ব্যাটিংয়ে হেড ব্যক্তিগত অর্ধশতক ছুঁয়েছেন ১৭ বলে।

স্কটিশ বোলারদের উপর তাণ্ডব চালানপো হেড কাল খেলেছেন ১৫ বলে ৫ ছয় আর ১২ চারে ৮৫ রানের এক দুর্দান্ত ইনিংস। তাকে সঙ্গ দিয়ে আগ্রাসী ইনিংস খেলেছেন মার্শও। তিনি খেলেছেন ১২ বলে ৩৯ রানের এক ইনিংস। ৩ ছয় আর ৫ চারে ৩৯ রান করে অধিনায়ক আউট হওয়ার পর অজিদের জয় নিশ্চিত করেছেন জশ ইংলিশ ও মার্কাস স্টয়নিস। ম্যাচটি অজিরা জিতে নেয় ৩ উইকেট হারিয়ে ৯.৪ ওভারেই। ফলে সবথেকে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ডও গড়েছে অজিরা।