Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হৃতিকের শত কোটি রুপির অ্যাপার্টমেন্ট দুই ছেলের জন্য

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ২০৫ জন দেখেছেন

দুই ছেলের সাথে হৃতিক

মুম্বাইয়ের অভিজাত ও বিলানবহুল জুহু ও ভারসোভা লিংক রোডে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন হৃতিক রোশন। হৃতিকের কেনা অ্যাপার্টমেন্ট দুটির একটি ডুপ্লেক্স এবং অপরটির সঙ্গে যুক্ত রয়েছে সাড়ে ছয় হাজার স্কয়ার ফিটের একটি ছাদ।

অ্যাপার্টমেন্ট দুটি কিনতে বলিউডের এই অভিনেতা ব্যয় করেছেন ৯৭ কোটি ৫ লাখ রুপি। বিষয়টি নিশ্চিত করেছেন হৃতিক রোশনের বাবা নির্মাতা রাকেশ রোশন।

আরও পড়ুন : প্রতিনিয়ত অভিনয় শিখছি: রিয়া

জানা গেছে- ১৫ ও ১৬ তলা নিয়ে অবস্থিত ২৭৫৩৪ স্কয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনতে ৬৭ কোটি ৫ লাখ রুপি ব্যয় করেছেন এবং ১১১৫৬ স্কয়ার ফিটের আরেকটি অ্যাপার্টমেন্ট তিনি কিনেছেন ৩০ কোটি রুপি দিয়ে। বাকি ১ কোটি ৯৫ লাখ খরচ হয়েছে অ্যাপার্টমেন্ট দুটি রেজিস্ট্রেশন করতে।

বাবা-মায়ের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন হৃতিক রোশন। তাই এখনই নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার কোনো তাড়া নেই বলিউডের এই সুপারস্টারের।

হৃতিকের এক ঘনিষ্ঠসূত্র জানায়, দুই ছেলে হৃহান ও হৃধানের ভবিষ্যতের কথা চিন্তা করে অ্যাপার্টমেন্ট দুটি কিনেছেন হৃতিক রোশন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হৃতিকের শত কোটি রুপির অ্যাপার্টমেন্ট দুই ছেলের জন্য

প্রকাশের সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

মুম্বাইয়ের অভিজাত ও বিলানবহুল জুহু ও ভারসোভা লিংক রোডে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন হৃতিক রোশন। হৃতিকের কেনা অ্যাপার্টমেন্ট দুটির একটি ডুপ্লেক্স এবং অপরটির সঙ্গে যুক্ত রয়েছে সাড়ে ছয় হাজার স্কয়ার ফিটের একটি ছাদ।

অ্যাপার্টমেন্ট দুটি কিনতে বলিউডের এই অভিনেতা ব্যয় করেছেন ৯৭ কোটি ৫ লাখ রুপি। বিষয়টি নিশ্চিত করেছেন হৃতিক রোশনের বাবা নির্মাতা রাকেশ রোশন।

আরও পড়ুন : প্রতিনিয়ত অভিনয় শিখছি: রিয়া

জানা গেছে- ১৫ ও ১৬ তলা নিয়ে অবস্থিত ২৭৫৩৪ স্কয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনতে ৬৭ কোটি ৫ লাখ রুপি ব্যয় করেছেন এবং ১১১৫৬ স্কয়ার ফিটের আরেকটি অ্যাপার্টমেন্ট তিনি কিনেছেন ৩০ কোটি রুপি দিয়ে। বাকি ১ কোটি ৯৫ লাখ খরচ হয়েছে অ্যাপার্টমেন্ট দুটি রেজিস্ট্রেশন করতে।

বাবা-মায়ের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন হৃতিক রোশন। তাই এখনই নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার কোনো তাড়া নেই বলিউডের এই সুপারস্টারের।

হৃতিকের এক ঘনিষ্ঠসূত্র জানায়, দুই ছেলে হৃহান ও হৃধানের ভবিষ্যতের কথা চিন্তা করে অ্যাপার্টমেন্ট দুটি কিনেছেন হৃতিক রোশন।