Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হুট করেই তামিমের সংবাদ সম্মেলন, অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ২১৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্রিকেট অস্থির হয়ে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের পর হুট করেই সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে বড় কোনো ঘোষণা দিতে চলেছেন টাইগার ক্যাপ্টেন। গুঞ্জন চাউর হয়েছে যে, অধিনায়কত্ব ছাড়তে চলেছেন তামিম। সঙ্গে খেলাও ছাড়তে পারেন এমন কথাও শোনা যাচ্ছে।

তামিমের ফিটনেস, তার খেলা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই নানা কথা শোনা যাচ্ছিল। সিরিজ এলেই তার পিঠের পুরোনো ব্যথা বেড়ে যায়, খেলতে পারেন না। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও ঠিক সেই ব্যথায় ভুগতে শুরু করেছিলেন। তবুও তামিম ঘোষণা দেন, প্রথম ম্যাচ খেলবেন এবং খেলতে নেমে নিজের ফিটনেস পরীক্ষা করবেন।

ফিটনেস ইস্যুতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বক্তব্য পছন্দ হয়নি প্রধান কোচ হাথুরুসিংহেসহ। তিনি ফোন করে দীর্ঘক্ষণ এ নিয়ে কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে। এরপর পাপনও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জানান, খেলতে নেমে ফিটনেস পরীক্ষা করবে- এ আবার কেমন কথা।

তার প্রেক্ষিতে বুধবার (৫ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে পরাজয়ের পরদিন হুট করেই দুপুরে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম। প্রথমে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছিলেন।পরে দেড়ঘণ্টা পিছিয়ে দেড়টায় সময় নির্ধারণ করা হয়। এখন দেখার বিষয় সংবাদ সম্মেলনে অধিনায়ক কী জানান। সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে চট্টগ্রামে বাংলাদেশের টিম হোটেলে।

শেষ পর্যন্ত সব বিতর্ক পাশে ঠেলে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তামিম এবং ব্যাট করতে নামার পর দেখা গেলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করছেন তিনি। তার ফিটনেস লেভেলও যে মারাত্মক খারাপ পর্যায়ে, সেটাও স্পষ্ট দেখা গেছে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।

তামিম মধ্য রাতে ব্যক্তিগতভাবে সাংবাদিকদের কাছে বার্তা পাঠান, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় (পরে তার পক্ষ থেকে জানানো হয় দুপুর দেড়টায় একটি হোটেলে কথা বলবেন তিনি) কথা বলবেন তিনি। তবে স্থান জানিয়ে দেওয়া হবে পরে। তারপর থেকেই আসলে গুঞ্জন চাউর হচ্ছে। দলের আনুষ্ঠানিক মিডিয়া কার্যক্রমের বাইরে নিজ উদ্যোগে হাজির হয়ে বড় কোনো ঘোষণা দিতে যাচ্ছেন কি তিনি? তামিম ক্রিকেট থেকেই বিদায় নিতে যাচ্ছেন নাকি শুধু নেতৃত্ব ছাড়ছেন সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হুট করেই তামিমের সংবাদ সম্মেলন, অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন

প্রকাশের সময় : ১২:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্রিকেট অস্থির হয়ে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের পর হুট করেই সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে বড় কোনো ঘোষণা দিতে চলেছেন টাইগার ক্যাপ্টেন। গুঞ্জন চাউর হয়েছে যে, অধিনায়কত্ব ছাড়তে চলেছেন তামিম। সঙ্গে খেলাও ছাড়তে পারেন এমন কথাও শোনা যাচ্ছে।

তামিমের ফিটনেস, তার খেলা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই নানা কথা শোনা যাচ্ছিল। সিরিজ এলেই তার পিঠের পুরোনো ব্যথা বেড়ে যায়, খেলতে পারেন না। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও ঠিক সেই ব্যথায় ভুগতে শুরু করেছিলেন। তবুও তামিম ঘোষণা দেন, প্রথম ম্যাচ খেলবেন এবং খেলতে নেমে নিজের ফিটনেস পরীক্ষা করবেন।

ফিটনেস ইস্যুতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বক্তব্য পছন্দ হয়নি প্রধান কোচ হাথুরুসিংহেসহ। তিনি ফোন করে দীর্ঘক্ষণ এ নিয়ে কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে। এরপর পাপনও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জানান, খেলতে নেমে ফিটনেস পরীক্ষা করবে- এ আবার কেমন কথা।

তার প্রেক্ষিতে বুধবার (৫ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে পরাজয়ের পরদিন হুট করেই দুপুরে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম। প্রথমে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছিলেন।পরে দেড়ঘণ্টা পিছিয়ে দেড়টায় সময় নির্ধারণ করা হয়। এখন দেখার বিষয় সংবাদ সম্মেলনে অধিনায়ক কী জানান। সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে চট্টগ্রামে বাংলাদেশের টিম হোটেলে।

শেষ পর্যন্ত সব বিতর্ক পাশে ঠেলে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তামিম এবং ব্যাট করতে নামার পর দেখা গেলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করছেন তিনি। তার ফিটনেস লেভেলও যে মারাত্মক খারাপ পর্যায়ে, সেটাও স্পষ্ট দেখা গেছে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।

তামিম মধ্য রাতে ব্যক্তিগতভাবে সাংবাদিকদের কাছে বার্তা পাঠান, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় (পরে তার পক্ষ থেকে জানানো হয় দুপুর দেড়টায় একটি হোটেলে কথা বলবেন তিনি) কথা বলবেন তিনি। তবে স্থান জানিয়ে দেওয়া হবে পরে। তারপর থেকেই আসলে গুঞ্জন চাউর হচ্ছে। দলের আনুষ্ঠানিক মিডিয়া কার্যক্রমের বাইরে নিজ উদ্যোগে হাজির হয়ে বড় কোনো ঘোষণা দিতে যাচ্ছেন কি তিনি? তামিম ক্রিকেট থেকেই বিদায় নিতে যাচ্ছেন নাকি শুধু নেতৃত্ব ছাড়ছেন সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।