Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হুইলচেয়ারে বসে মুখ ঢেকে বিমানবন্দরে রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২১০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মাথায় টুপি, মুখে কালো মাস্ক, হাতে মোবাইল, আর লাল সোয়েটার পরে বসে আছেন হুইলচেয়ারে। সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে এভাবেই ক্যামেরাবন্দি হলেন সময়ের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জিম করার সময় অভিনেত্রী পায়ে আঘাত পাওয়ার কারণে ‘সিকান্দার’ ছবির শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। যা রাশমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দর্শকদের জানিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে হুইলচেয়ারের বসার জন্য এগিয়ে যাচ্ছেন রাশমিকা। এরপর সেই হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন তার টিমের এক সদস্য। সে সময় রাশমিকার পায়ে দেখা গেল অ্যাংকলেট, মাথায় কালো হ্যাট আর মুখে মাস্ক।

ভিডিওতে আরও দেখা যায়, মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে রয়েছেন রাশমিকা। তার এমন লুক দেখে মনে হচ্ছে সম্ভবত কেউ যাতে তাকে চিনতে না পারেন, সেজন্যই এমনটা করেছিলেন। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি অভিনেত্রী।

Despite the injury, the work must go on! Rashmika Mandanna spotted at  Mumbai airport on a wheelchair! | IWMBuzz

সময়টি দুর্দান্ত যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় তারকার। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পায় ‘পুষ্পা ২-দ্য রুল’ সিনেমা। এরপরই বক্স অফিসে ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। ২০২৫ সালের জন্যও হাতে আছে বিগ বাজেটের কয়েকটি সিনেমা।

তার মধ্যে সালমান খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তিনি। এর মাঝেই দুর্ঘটনার শিকার হন এই নায়িকা। জানা যায়, বছরের শুরুতে জিম করার সময় পায়ে চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যটিং সেটে ফিরতে চান তিনি, ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যটিংয়ের কাজ। এর জন্য হাঁটতেও পারছেন না তিনি, চলাচল করতে হচ্ছে হুইলচেয়ারে। আর এ সময়ই ক্যামেরাবন্দি হন এই নায়িকা।

এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর ‘ছাভা’ সিনেমা। এতে তার বিপরীতে আছেন ভিকি কৌশল। এ ছাড়া ‘থামা’ নামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর সালমানের বিপরীতে ‘সিকান্দার’ আসছে এ বছরের ঈদে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হুইলচেয়ারে বসে মুখ ঢেকে বিমানবন্দরে রাশমিকা

প্রকাশের সময় : ০৯:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

মাথায় টুপি, মুখে কালো মাস্ক, হাতে মোবাইল, আর লাল সোয়েটার পরে বসে আছেন হুইলচেয়ারে। সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে এভাবেই ক্যামেরাবন্দি হলেন সময়ের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জিম করার সময় অভিনেত্রী পায়ে আঘাত পাওয়ার কারণে ‘সিকান্দার’ ছবির শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। যা রাশমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দর্শকদের জানিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে হুইলচেয়ারের বসার জন্য এগিয়ে যাচ্ছেন রাশমিকা। এরপর সেই হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন তার টিমের এক সদস্য। সে সময় রাশমিকার পায়ে দেখা গেল অ্যাংকলেট, মাথায় কালো হ্যাট আর মুখে মাস্ক।

ভিডিওতে আরও দেখা যায়, মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে রয়েছেন রাশমিকা। তার এমন লুক দেখে মনে হচ্ছে সম্ভবত কেউ যাতে তাকে চিনতে না পারেন, সেজন্যই এমনটা করেছিলেন। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি অভিনেত্রী।

Despite the injury, the work must go on! Rashmika Mandanna spotted at  Mumbai airport on a wheelchair! | IWMBuzz

সময়টি দুর্দান্ত যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় তারকার। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পায় ‘পুষ্পা ২-দ্য রুল’ সিনেমা। এরপরই বক্স অফিসে ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। ২০২৫ সালের জন্যও হাতে আছে বিগ বাজেটের কয়েকটি সিনেমা।

তার মধ্যে সালমান খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তিনি। এর মাঝেই দুর্ঘটনার শিকার হন এই নায়িকা। জানা যায়, বছরের শুরুতে জিম করার সময় পায়ে চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যটিং সেটে ফিরতে চান তিনি, ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যটিংয়ের কাজ। এর জন্য হাঁটতেও পারছেন না তিনি, চলাচল করতে হচ্ছে হুইলচেয়ারে। আর এ সময়ই ক্যামেরাবন্দি হন এই নায়িকা।

এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর ‘ছাভা’ সিনেমা। এতে তার বিপরীতে আছেন ভিকি কৌশল। এ ছাড়া ‘থামা’ নামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর সালমানের বিপরীতে ‘সিকান্দার’ আসছে এ বছরের ঈদে।