Dhaka মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে ২৫ মেট্রিক টন আলু নিয়ে একটি ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে একশ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

জানা গেছে, মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে।

পর্যায়ক্রমে এদিন আরও তিন ট্রাক আলু আমদানি হতে পারে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি।

আমদানিকারক মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক বাবু জানান, আলু আমদানি শুরু হয়েছে। ভারত থেকে টন প্রতি ১৫০ ডলার দিয়ে চারটি ট্রাকে ১০০ মেট্রিকটন আলু আমদানি করা হচ্ছে। আমাদের একটি ট্রাক আলু নিয়ে আজ বিকেল পৌনে ৩টার দিকে হিলি স্থলবন্দরে এসে পৌঁছেছে।

আলু ছাড়করণ কাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট আহমেদ কবির বাবু বলেন, ‘বর্তমানে দেশে আলুর মৌসুম। এরপরও দাম কমছে না, উল্টো বাড়ছে। তাই সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। শনিবার এলসির বিপরীতে ১০০ মেট্রিক টন আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রথমদিন তিন ট্রাকে ৭৫ টন আমদানি হয়েছে। আজ আরও ২৫ টন আমদানির কথা রয়েছে।’

ভারত থেকে প্রতি টন আলু ১৫০ ডলারে আমদানি করা হচ্ছে উল্লেখ করে আহমেদ কবির বলেন, দেশে শুল্ক পরিশোধ করতে হচ্ছে কেজিতে সাত টাকা। আমদানি খরচ ও শুল্ক মিলিয়ে আলুর কেজি বন্দরে এসে পৌঁছাতে দাম পড়ছে ২৭-২৮ টাকা। ফলে সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে পারবো আমরা। তবে কাস্টমসে শুল্ক আদায় কমলে ২৫ টাকার নিচে নেমে যেতো দাম।

আমদানিকারক সূত্রে জানা গেছে, ৫২টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে প্রায় ৩৫ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমোদন পেয়েছে। আমদানিকৃত এসব আলু সব খরচ মিলে ২২ থেকে ২৪ টাকা কেজি দরে বাংলাদেশে পৌঁছাবে। যা বাজারে বিক্রি হবে ২৫ থেকে ৩০ টাকায়।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক জানান, দেড় মাস বন্ধের পর আজ এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। একটি ট্রাকে ২৫ টন আলু আমদানি হয়েছে। আরও কয়েকটি আলুর ট্রাক বন্দরে প্রবেশ করতে পারে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া শেষ করে ছাড়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ১৯৭ ট্রাকে পাঁচ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি হয়। এরপর থেকে আলু রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে পরদিন থেকে দেশের বাজারে পাইকারি ও খুচরায় আলুর দাম বাড়তে শুরু করে।

এদিকে, দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উড়োজাহাজ সংকটে কুয়েত ও দুবাইগামী দুই ফ্লাইট বাতিল

হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

প্রকাশের সময় : ০৮:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে ২৫ মেট্রিক টন আলু নিয়ে একটি ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে একশ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

জানা গেছে, মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে।

পর্যায়ক্রমে এদিন আরও তিন ট্রাক আলু আমদানি হতে পারে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি।

আমদানিকারক মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক বাবু জানান, আলু আমদানি শুরু হয়েছে। ভারত থেকে টন প্রতি ১৫০ ডলার দিয়ে চারটি ট্রাকে ১০০ মেট্রিকটন আলু আমদানি করা হচ্ছে। আমাদের একটি ট্রাক আলু নিয়ে আজ বিকেল পৌনে ৩টার দিকে হিলি স্থলবন্দরে এসে পৌঁছেছে।

আলু ছাড়করণ কাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট আহমেদ কবির বাবু বলেন, ‘বর্তমানে দেশে আলুর মৌসুম। এরপরও দাম কমছে না, উল্টো বাড়ছে। তাই সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। শনিবার এলসির বিপরীতে ১০০ মেট্রিক টন আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রথমদিন তিন ট্রাকে ৭৫ টন আমদানি হয়েছে। আজ আরও ২৫ টন আমদানির কথা রয়েছে।’

ভারত থেকে প্রতি টন আলু ১৫০ ডলারে আমদানি করা হচ্ছে উল্লেখ করে আহমেদ কবির বলেন, দেশে শুল্ক পরিশোধ করতে হচ্ছে কেজিতে সাত টাকা। আমদানি খরচ ও শুল্ক মিলিয়ে আলুর কেজি বন্দরে এসে পৌঁছাতে দাম পড়ছে ২৭-২৮ টাকা। ফলে সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে পারবো আমরা। তবে কাস্টমসে শুল্ক আদায় কমলে ২৫ টাকার নিচে নেমে যেতো দাম।

আমদানিকারক সূত্রে জানা গেছে, ৫২টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে প্রায় ৩৫ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমোদন পেয়েছে। আমদানিকৃত এসব আলু সব খরচ মিলে ২২ থেকে ২৪ টাকা কেজি দরে বাংলাদেশে পৌঁছাবে। যা বাজারে বিক্রি হবে ২৫ থেকে ৩০ টাকায়।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক জানান, দেড় মাস বন্ধের পর আজ এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। একটি ট্রাকে ২৫ টন আলু আমদানি হয়েছে। আরও কয়েকটি আলুর ট্রাক বন্দরে প্রবেশ করতে পারে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া শেষ করে ছাড়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ১৯৭ ট্রাকে পাঁচ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি হয়। এরপর থেকে আলু রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে পরদিন থেকে দেশের বাজারে পাইকারি ও খুচরায় আলুর দাম বাড়তে শুরু করে।

এদিকে, দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।