Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

সিলেটের মেহেদীবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার ব্যক্তির নাম মো. আজাদুর রহমান চৌধুরী (৫১)।

বুধবার (৩০ আগস্ট) এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটিইউয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সিলেট কোতয়ালী মডেল থানাধীন মেহেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে আজাদুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে। গ্রেফতার আজাদুর ‘আল-ইনসাফ ইন্টারন্যাশনাল’ নামে একটি ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল সেট ও হিযবুত তাহরীরের ৫ টি প্রেস রিলিজ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার আজাদুর সোশ্যাল মিডিয়ায় সংগঠনের বিভিন্ন প্রচার প্রচারণাসহ বর্তমান সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন নানা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়াও এই জঙ্গি সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণের কাজে জড়িত ছিলেন তিনি।

গ্রেফতার আসামির বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সিলেটের মেহেদীবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার ব্যক্তির নাম মো. আজাদুর রহমান চৌধুরী (৫১)।

বুধবার (৩০ আগস্ট) এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটিইউয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সিলেট কোতয়ালী মডেল থানাধীন মেহেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে আজাদুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে। গ্রেফতার আজাদুর ‘আল-ইনসাফ ইন্টারন্যাশনাল’ নামে একটি ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল সেট ও হিযবুত তাহরীরের ৫ টি প্রেস রিলিজ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার আজাদুর সোশ্যাল মিডিয়ায় সংগঠনের বিভিন্ন প্রচার প্রচারণাসহ বর্তমান সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন নানা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়াও এই জঙ্গি সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণের কাজে জড়িত ছিলেন তিনি।

গ্রেফতার আসামির বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।