স্পোর্টস ডেস্ক :
গত আগষ্টে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার সময় চোটে পড়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই চোটের কারণেই এশিয়া কাপ এবং বিশ্বকাপে খেলতে পারেননি লঙ্কান এই অলরাউন্ডার। তবে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরছেন তিনি। সেই সাথে এবার অধিনায়কত্বের ভারও ওঠছে তার কাঁধে।
আসছে বছরের শুরুতেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজ দিয়েই ফের মাঠে ফিরছেন হাসারাঙ্গা। আসন্ন এই সিরিজের জন্য প্রাথিমক স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এখান থেকেই পরে চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ঘোষিত প্রাথমিক দল অনুযায়ী আসন্ন এই সিরিজে ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন কুশল মেন্ডিসই। তবে টি-টোয়েন্টিতে নেতৃত্বে থাকবেন হাসারাঙ্গা। আর তার সহযোগী হিসেবে থাকবেন চারিথ আসালাঙ্কা।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৬ জানুয়ারি প্রথম ওয়ানডেতে মাঠে নামবে শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুইটি ম্যাচ হবে যথাক্রমে ৮ ও ১১ জানুয়ারি। এরপর তিন ম্যাচ টি -টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১৪ জানুয়ারি। এরপর বাকি দুইটি ম্যাচ হবে ১৬ ও ১৮ জানুয়ারি।
শ্রীলঙ্কা প্রাথমিক ওয়ানডে স্কোয়াড:
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা গুনাসেকেরা।
শ্রীলঙ্কা প্রাথমিক টি-টোয়েন্টি স্কোয়াড:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, কুশল জানিথ পেরেরা, ভানুকা রাজাপাকসে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।