নিজস্ব প্রতিবেদক :
বুকে ব্যাথা নিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে শুক্রবার রাত ২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টুকে ভর্তি করা হয়।
দুপুরের পর শারীরিক পরীক্ষা শেষে তার অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান শায়রুল কবির খান।