রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ঘটেই চলেছে। প্রতিদিনই ফ্লাইওভারের উপরে কেউ না কেউ দুর্ঘটনায় আহত হচ্ছেন। ভুক্তভোগিরা জানান, হানিফ ফ্লাইওভারের উপরে প্রতিটি গাড়ি চলে উচ্চ গতিতে। এমনকি মোটরসাইকেলও কোনো বিধি-নিষেধ মানে না। বেপরোয়া গতির কারণে ফ্লাইওভারের উপরে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসের ধাক্কায় মাহমুদুন নবী চৌধুরী (৫৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত মাহমুদুন নবী আওয়ামী লীগ নেতা এবং দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়া পরিবহন নামে একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : ত্রিশালে ব্রিজের পটাতন ভেঙে আটকে গেছে ট্রাক
খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তারা জানান, মাহমুদুরের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তিনি বর্তমানে ডেমরা সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন।
গেণ্ডারিয়া থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান জানান, বেলা সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর। এ সময় গজারিয়া পরিবহন নামে বাসটি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।