নিজস্ব প্রতিবেদক :
কয়েক বছর ধরে সংগীত থেকে একটু দূরেই আছেন ভারতীয় র্যাপার হানি সিং। তাই খুব একটা আলোচনায় নেই তিনি। এদিকে সম্প্রতি একটি অভিযোগ আলোচনায় নিয়ে এসেছে তাকে। তার বিরুদ্ধে থানায় অপহরণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে।
এক ইভেন্ট কোম্পানির মালিক হানির বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায়এই অভিযোগ দায়ের করেছেন। বিবেক রমন নামের ওই ব্যক্তিরঅভিযোগ, হানির সঙ্গে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার কারণে, তিনি ১৫ এপ্রিল হানির সঙ্গে অনুষ্ঠান বাতিল করেন। এরপরই হানি ও তার সহযোগীরা তাকে অপহরণ করেন এবং তার ওপর অত্যাচার চালান।
তবে এ বিষয়ে হানি সিং কিংবা তার হয়ে কেউ বিবৃতি দেননি। এই মুহূর্তে ‘৩.০’ অ্যালবামের অ্যালবামের প্রচারণায় ব্যস্ত আছেন। তবে র্যাপারের বিরুদ্ধে এই অভিযোগের কোনও সত্যতা থাকলে বড় ধরনের আইনি জটিলতায় জড়াতে পারেন হানি।
সম্প্রতি নেটফ্লিক্সে হানি সিংকে নিয়ে একটি তথ্যচিত্র আসতে চলেছে। তাতে হানি জানিয়েছেন মানসিক অবসাদের কারণেই তিনি গানের দুনিয়া থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। এর আগেও উরফি জাভেদকে সমর্থন করেও আলোচনায় এসেছিলেন হানি সিং। উরফির খোলামেলা পোশাক পরিধানকে সমর্থন করেছিলেন তিনি।