নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।
নৌবাহিনীর ফায়ারম্যান শামীম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর দুটি টিম যোগ দিয়েছে। ভেতরের কী অবস্থা, এখনও বলা যাচ্ছে না। আগুন দেখা না গেলেও ধোঁয়া বের হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগে ভবনটির দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্বিতীয় তলায় কার্পেট ও কাপড়ের গোডাউন ছিল বলেও জানান তারা। এ সময় নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িঘরের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ৬টায় রাজ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে ভবনের ছাদ থেকে চার জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার কর্মীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে কার্পেটের গোডাউন ছিল। ৬টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। বর্তমানে সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
রাত ৮টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন।
এখানেও ভবনটির চারপাশে উৎসুক জনতা ভিড় করছে। এতে কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।