Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৪৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। হাজি সেলিম কিছুদিন আগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

কোতোয়ালি থানার ওসি মো. এনামুল হাসান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারা। অনেকে বিদেশে পালিয়ে গেলেও দেশে অবস্থান করা নেতারা আছেন আত্মগোপনে। ইতোমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এখনো গা ঢাকা দিয়ে আছেন অনেকে। হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিমপুত্র সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। অবশেষে গতরাতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকিটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর গত ১ সেপ্টেম্বর লালবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হন সোলায়মানের বাবা হাজি সেলিম।

২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজি সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজি সেলিম। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী না হলে ভোট করে আসনটি নিজের করে নেন তারই বড় ছেলে সোলায়মান সেলিম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেফতার

প্রকাশের সময় : ১২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। হাজি সেলিম কিছুদিন আগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

কোতোয়ালি থানার ওসি মো. এনামুল হাসান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারা। অনেকে বিদেশে পালিয়ে গেলেও দেশে অবস্থান করা নেতারা আছেন আত্মগোপনে। ইতোমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এখনো গা ঢাকা দিয়ে আছেন অনেকে। হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিমপুত্র সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। অবশেষে গতরাতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকিটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর গত ১ সেপ্টেম্বর লালবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হন সোলায়মানের বাবা হাজি সেলিম।

২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজি সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজি সেলিম। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী না হলে ভোট করে আসনটি নিজের করে নেন তারই বড় ছেলে সোলায়মান সেলিম।