Dhaka বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৯৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর হাজারীবাগে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মো. শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলিতে বসবাস করতেন। তার বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম বেবি বেগম।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ জানান, ট্রিপল নাইন থেকে সংবাদ পেয়ে পুলিশ হাজারিবাগের ঝাউচর এলাকার সিয়াম স্কুল গলিতে গিয়ে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিপনের মৃত্যু হয়েছে।

থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের মাথা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়ার আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর হাজারীবাগে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মো. শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলিতে বসবাস করতেন। তার বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম বেবি বেগম।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ জানান, ট্রিপল নাইন থেকে সংবাদ পেয়ে পুলিশ হাজারিবাগের ঝাউচর এলাকার সিয়াম স্কুল গলিতে গিয়ে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিপনের মৃত্যু হয়েছে।

থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের মাথা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।