দীপিকা মানেই একটা বাড়তি পাওয়া। দর্শকরা এ অভিনেত্রীতে এখনও ভিন্ন চোখে দেখেন। দীপিকার অভিনয়, নাচ সবই পছন্দ দর্শকদের। সে কারণেই দীপিকাকে আবার নেয়া হচ্ছে এক ছবিতে। যেখানে তিনি আগেও অভিনয় করেছিলেন।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল’ সিরিজের পঞ্চম কিস্তিতে অক্ষয় কুমারের পাশাপাশি দেখা যাবে তাকে। যিনি সিরিজেরর প্রথম ছবিতে ছিলেন। দীপিকা ছাড়াও অভিষেক বচ্চন এবং জন আব্রাহামকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
আরও পড়ুন : অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জেরে অভিনেত্রী চিত্রার আত্মহত্যা!

‘হাউসফুল ফাইভ’কে থ্রি-ডি ফরম্যাটে আনতে চান সাজিদ এবং অক্ষয়। এ নিয়ে নাকি দুজনের মধ্যে একদফা বৈঠকও হয়ে গিয়েছে। সেই সঙ্গে সিরিজের পাঁচ নম্বর ছবিতে আগের ছবিগুলির অধিকাংশ চরিত্রই যাতে থাকে, তা-ও সুনিশ্চিত করতে চান সাজিদ।
তবে এত জন তারকার ডেট একসঙ্গে পাওয়া কঠিন।
তাই শেষ পর্যন্ত এই ভাবনা কত দূর ফলপ্রসূ হবে, সেটাই ভাবাচ্ছে নির্মাতাদের। ছবিতে থাকার কথা রিতেশ দেশমুখ, চাঙ্কি পান্ডে, কৃতী শ্যাননের মতো চেনা অভিনেতাদেরও।