Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হলিউডে ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ২০২৬ সালের হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এর তালিকায় নাম উঠলো বলিউডের এই তারকার। এই প্রথম কোনও ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হচ্ছেন।

বলাই বাহুল্য, ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় নিজের নাম দেখার জন্য মুখিয়ে থাকেন হলিউডের তাবড় তারকারাও। এমনকি, চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাড়ুকোনের নাম!

হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম উঠেছে দীপিকার। হলিউড চেম্বার অফ কমার্সের পক্ষে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় নায়িকার নাম। তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র‌্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, তিমোথে চালামেট, স্ট্যানলি তুস্সিসহ আরও অনেকের নাম।

২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে।

বলা প্রয়োজন, ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মধ্য দিয়ে হলিউডে পা রাখেন দীপিকা পাডুকোন। সেখানে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত অভিনেত্রী। তবে পরবর্তীতে তাকে আর কোনও হলিউড সিনেমায় দেখা না গেলেও পাশ্চাত্যের আঙিনায় তিনি যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন, তা একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার উপস্থিতিই বুঝিয়ে দিয়েছে।

সেই ধারাবাহিকতায়, ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম ছিল তার।

উল্লেখ্য, সম্প্রতি আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি করে বেশ শোরগোল ফেলে দেন দীপিকা। অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ করেছেন সমালোচনা। পরবর্তীতে তিনি অ্যাটলির ৬০০ কোটি বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হন। এবার ‘হলিউড ওয়াক অব ফেম’-এ সম্মানিত হচ্ছেন দীপিকা পাড়ুকোন। সেইসাথে তিনি আবারও যেন সবাইএ মনে করিয়ে দিলেন, ফিরছেন আবার আগের দাপটেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

হলিউডে ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন

প্রকাশের সময় : ১০:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ২০২৬ সালের হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এর তালিকায় নাম উঠলো বলিউডের এই তারকার। এই প্রথম কোনও ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হচ্ছেন।

বলাই বাহুল্য, ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় নিজের নাম দেখার জন্য মুখিয়ে থাকেন হলিউডের তাবড় তারকারাও। এমনকি, চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাড়ুকোনের নাম!

হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম উঠেছে দীপিকার। হলিউড চেম্বার অফ কমার্সের পক্ষে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় নায়িকার নাম। তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র‌্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, তিমোথে চালামেট, স্ট্যানলি তুস্সিসহ আরও অনেকের নাম।

২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে।

বলা প্রয়োজন, ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মধ্য দিয়ে হলিউডে পা রাখেন দীপিকা পাডুকোন। সেখানে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত অভিনেত্রী। তবে পরবর্তীতে তাকে আর কোনও হলিউড সিনেমায় দেখা না গেলেও পাশ্চাত্যের আঙিনায় তিনি যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন, তা একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার উপস্থিতিই বুঝিয়ে দিয়েছে।

সেই ধারাবাহিকতায়, ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম ছিল তার।

উল্লেখ্য, সম্প্রতি আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি করে বেশ শোরগোল ফেলে দেন দীপিকা। অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ করেছেন সমালোচনা। পরবর্তীতে তিনি অ্যাটলির ৬০০ কোটি বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হন। এবার ‘হলিউড ওয়াক অব ফেম’-এ সম্মানিত হচ্ছেন দীপিকা পাড়ুকোন। সেইসাথে তিনি আবারও যেন সবাইএ মনে করিয়ে দিলেন, ফিরছেন আবার আগের দাপটেই।