হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন সকাল ১১ টার সময় শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌছালে লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের লোকজন দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।
শাহজীবাজার রেল স্টেশনের স্টেশন মাষ্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।