Dhaka শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও হবিগঞ্জ পৌর সভার উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুনারুঘাটের শ্রীকুটা দি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয় ইজিবাইকে। এতে ঘটনাস্থলেই নিহত হন তামান্না। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তানিম ও সুফিয়া মারা যান। এ ছাড়া আহতদের মধ্যে নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে ও তিনজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার বলেন, নিহতদের মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

হবিগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময় : ০৩:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও হবিগঞ্জ পৌর সভার উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুনারুঘাটের শ্রীকুটা দি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয় ইজিবাইকে। এতে ঘটনাস্থলেই নিহত হন তামান্না। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তানিম ও সুফিয়া মারা যান। এ ছাড়া আহতদের মধ্যে নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে ও তিনজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার বলেন, নিহতদের মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।