Dhaka বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ১৫ দিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২০৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

হজযাত্রী নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী হজ নিবন্ধনের সর্বশেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের জন্য জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হলো। এ সময়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। হজ প্যাকেজর সমুদয় কাটা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হজযাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এরপর আর কোনো সময় বাড়ানো হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে হজে যেতে আগ্রহী, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এক চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে, এবার ১৫ দিন বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ১৫ দিন

প্রকাশের সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

হজযাত্রী নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী হজ নিবন্ধনের সর্বশেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের জন্য জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হলো। এ সময়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। হজ প্যাকেজর সমুদয় কাটা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হজযাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এরপর আর কোনো সময় বাড়ানো হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে হজে যেতে আগ্রহী, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এক চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে, এবার ১৫ দিন বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়।