Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যায় নারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত রোববার (৭ জানুয়ারি) রাতের দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এ ঘটনায় এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে তার নিজ বাড়ি থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যায় নারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশের সময় : ০১:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত রোববার (৭ জানুয়ারি) রাতের দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এ ঘটনায় এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে তার নিজ বাড়ি থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।