Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ায় স্ত্রীকে হাতুড়ির আঘাতে হত্যা

টংগীবাড়ি উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামে কিস্তির টাকা ও থানায় অভিযোগ দেওয়ার ঘটনায় পারিবারিক কলহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের নাম নাজমা বেগম। তিনি উপজেলার কামারখাড়া গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেন আনুর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রীকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা ঋণ নেন। এনজিওগুলো কিস্তির টাকা নিতে আসলে নাজমা বেগম স্বামীর কাছে টাকা চাইলে তিনি তালবাহানা শুরু করেন। এ নিয়ে নাজমা বেগমের সঙ্গে আনোয়ারের দ্বন্দ্ব চলে আসছিল। ১৫ অক্টোবর রাতে কিস্তির টাকা নিয়ে স্ত্রী নাজমা বেগমকে বেধড়ক মারধর করেন আনোয়ার হোসেন আনু। পরে ১৬ অক্টোবর এ নিয়ে টঙ্গীবাড়ী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। শুক্রবার দুপুরে কিস্তির টাকা দেওয়ার কথা বলে কামারখাড়া কবরস্থানের সামনে আবারও স্ত্রী নাজমা বেগমকে ডেকে নেয় স্বামী আনোয়ার হোসেন আনু। পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে কবরস্থানে ফেলে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। কিস্তির টাকা চাইলে তিনি প্রায়ই মাকে মারধর করতেন। এনিয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দিলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

এই ব্যাপারে নিহতের সৎ ছেলে ইব্রাহিম বলেন, আমার বাবা ও সৎ মায়ের সাথে দীর্ঘদিন যাবত কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে । আমার সৎ বাবা নেশা করে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি হলে সে বিভিন্ন ব্যাংক হতে নেওয়া কিস্তির টাকা পরিশোধ করতে পারছিল না। আমার সৎ মা কিস্তির টাকা চাইলে সে প্রায়ই তাকে মারধর করতো। এ নিয়ে সৎমা টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে আজ টাকা দেওয়ার কথা বলে নিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর যখম করলে আমরা তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে টংগীবাড়ি থানার ওসি মুহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ায় স্ত্রীকে হাতুড়ির আঘাতে হত্যা

প্রকাশের সময় : ০৯:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

টংগীবাড়ি উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামে কিস্তির টাকা ও থানায় অভিযোগ দেওয়ার ঘটনায় পারিবারিক কলহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের নাম নাজমা বেগম। তিনি উপজেলার কামারখাড়া গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেন আনুর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রীকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা ঋণ নেন। এনজিওগুলো কিস্তির টাকা নিতে আসলে নাজমা বেগম স্বামীর কাছে টাকা চাইলে তিনি তালবাহানা শুরু করেন। এ নিয়ে নাজমা বেগমের সঙ্গে আনোয়ারের দ্বন্দ্ব চলে আসছিল। ১৫ অক্টোবর রাতে কিস্তির টাকা নিয়ে স্ত্রী নাজমা বেগমকে বেধড়ক মারধর করেন আনোয়ার হোসেন আনু। পরে ১৬ অক্টোবর এ নিয়ে টঙ্গীবাড়ী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। শুক্রবার দুপুরে কিস্তির টাকা দেওয়ার কথা বলে কামারখাড়া কবরস্থানের সামনে আবারও স্ত্রী নাজমা বেগমকে ডেকে নেয় স্বামী আনোয়ার হোসেন আনু। পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে কবরস্থানে ফেলে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। কিস্তির টাকা চাইলে তিনি প্রায়ই মাকে মারধর করতেন। এনিয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দিলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

এই ব্যাপারে নিহতের সৎ ছেলে ইব্রাহিম বলেন, আমার বাবা ও সৎ মায়ের সাথে দীর্ঘদিন যাবত কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে । আমার সৎ বাবা নেশা করে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি হলে সে বিভিন্ন ব্যাংক হতে নেওয়া কিস্তির টাকা পরিশোধ করতে পারছিল না। আমার সৎ মা কিস্তির টাকা চাইলে সে প্রায়ই তাকে মারধর করতো। এ নিয়ে সৎমা টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে আজ টাকা দেওয়ার কথা বলে নিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর যখম করলে আমরা তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে টংগীবাড়ি থানার ওসি মুহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।