Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর ‘পুরুষাঙ্গ কেটে’ কারাগারে গৃহবধূ

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্বামী সোহেল খাঁ (৩৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) গৃহবধূকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) দশমিনা সদর ইউনিয়নের পূজাখোলা এলাকা থেকে ওই গৃহবধূকে আটক করে। এর আগে শুক্রবার গভীর রাতে এ অঙ্গহানির ঘটনা ঘটে।

সোহেল উপজেলার দশমিনা গ্রামের বেল্লাল খাঁর ছেলে এবং অভিযুক্ত সাবিনা ইয়াসমিন পাশের গ্রামের ছত্তার কাজীর মেয়ে। জানা গেছে, ওই দম্পতি দশমিনা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি পূজাখোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় ওই গৃহবধূ (৪০) ছুরি দিয়ে তার স্বামীর (৩৫) ডান পায়ের বিভিন্ন স্থান ও পুরুষাঙ্গ কেটে দেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত স্বামীকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, আলামতসহ অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বামীর ‘পুরুষাঙ্গ কেটে’ কারাগারে গৃহবধূ

প্রকাশের সময় : ০৮:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্বামী সোহেল খাঁ (৩৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) গৃহবধূকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) দশমিনা সদর ইউনিয়নের পূজাখোলা এলাকা থেকে ওই গৃহবধূকে আটক করে। এর আগে শুক্রবার গভীর রাতে এ অঙ্গহানির ঘটনা ঘটে।

সোহেল উপজেলার দশমিনা গ্রামের বেল্লাল খাঁর ছেলে এবং অভিযুক্ত সাবিনা ইয়াসমিন পাশের গ্রামের ছত্তার কাজীর মেয়ে। জানা গেছে, ওই দম্পতি দশমিনা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি পূজাখোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় ওই গৃহবধূ (৪০) ছুরি দিয়ে তার স্বামীর (৩৫) ডান পায়ের বিভিন্ন স্থান ও পুরুষাঙ্গ কেটে দেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত স্বামীকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, আলামতসহ অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।