Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীকে রেখে ননদকে নিয়ে মালদ্বীপে পরিণীতি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কয়েকদিন আগেই আম আদমি নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পরই মালদ্বীপে উড়াল দিয়েছেন তিনি। তবে স্বামীকে নিয়ে হানিমুনে নয়, ননদকে নিয়েই সেখানে অবকাশ যাপন করছেন অভিনেত্রী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরিণীতি। যেখানে বিকিনিতে উত্তাপ ছড়াতে দেখা গেছে তাকে। কালো স্নান পোশাকে সুইমিং পুলে দেখা গেল তাকে। ভিজে চুল, সেখানেও তার সঙ্গী চূড়া।

সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মধুচন্দ্রিমা নয়। ছবিটি আমার ননদ তুলেছে।’ সুতরাং বোঝাই যাচ্ছে, কেবল বন্ধুরা নয়, পরিণীতির সঙ্গী হয়েছেন তার শ্বশুরবাড়ির পরিবারের মানুষেরাও।

আরও জানিয়েছেন, এটা একটি গার্লস ট্রিপ। কোনো হানিমুন নয়।
ভক্তদের প্রশ্ন, কবে হানিমুনে যাচ্ছেন রাঘব-পরিণীতি? সে বিষয়টিও খোলাসা করেননি অভিনেত্রী। এর মধ্যেই স্বামীকে রেখে ননদকে নিয়েই উড়াল দিলেন মালদ্বীপে। আপাতত সেখানে নিজের সময়টুকু উপভোগ করছেন তিনি।

চলতি বছরের মার্চ মাসে পরিণীতি আর রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন শোনা যায়। অল্প দিনের মধ্যেই আংটি বদল করে ফেলেন দু’জনে। এরপর গত সেপ্টেম্বরের ২৪ তারিখ উদয়পুরের লীলা প্যালেসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

পরিণীতি চোপড়া অভিনয়ের পাশাপাশি যে একজন দুর্দান্ত গায়িকাও, একথা অজানা নয় কারোও। নেহাত সখের নয়, পরিণীতি বড়পর্দাতেও প্লেব্যাক করেছেন। তার গলায় ‘কেশরী’ সিনেমার ‘তেরি মিট্টি’ হোক বা ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমার ‘মানা কি হাম ইয়ার নেহি’ গানে দর্শক মজেছেন সুরের জাদুতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

স্বামীকে রেখে ননদকে নিয়ে মালদ্বীপে পরিণীতি

প্রকাশের সময় : ০২:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

কয়েকদিন আগেই আম আদমি নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পরই মালদ্বীপে উড়াল দিয়েছেন তিনি। তবে স্বামীকে নিয়ে হানিমুনে নয়, ননদকে নিয়েই সেখানে অবকাশ যাপন করছেন অভিনেত্রী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরিণীতি। যেখানে বিকিনিতে উত্তাপ ছড়াতে দেখা গেছে তাকে। কালো স্নান পোশাকে সুইমিং পুলে দেখা গেল তাকে। ভিজে চুল, সেখানেও তার সঙ্গী চূড়া।

সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মধুচন্দ্রিমা নয়। ছবিটি আমার ননদ তুলেছে।’ সুতরাং বোঝাই যাচ্ছে, কেবল বন্ধুরা নয়, পরিণীতির সঙ্গী হয়েছেন তার শ্বশুরবাড়ির পরিবারের মানুষেরাও।

আরও জানিয়েছেন, এটা একটি গার্লস ট্রিপ। কোনো হানিমুন নয়।
ভক্তদের প্রশ্ন, কবে হানিমুনে যাচ্ছেন রাঘব-পরিণীতি? সে বিষয়টিও খোলাসা করেননি অভিনেত্রী। এর মধ্যেই স্বামীকে রেখে ননদকে নিয়েই উড়াল দিলেন মালদ্বীপে। আপাতত সেখানে নিজের সময়টুকু উপভোগ করছেন তিনি।

চলতি বছরের মার্চ মাসে পরিণীতি আর রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন শোনা যায়। অল্প দিনের মধ্যেই আংটি বদল করে ফেলেন দু’জনে। এরপর গত সেপ্টেম্বরের ২৪ তারিখ উদয়পুরের লীলা প্যালেসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

পরিণীতি চোপড়া অভিনয়ের পাশাপাশি যে একজন দুর্দান্ত গায়িকাও, একথা অজানা নয় কারোও। নেহাত সখের নয়, পরিণীতি বড়পর্দাতেও প্লেব্যাক করেছেন। তার গলায় ‘কেশরী’ সিনেমার ‘তেরি মিট্টি’ হোক বা ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমার ‘মানা কি হাম ইয়ার নেহি’ গানে দর্শক মজেছেন সুরের জাদুতে।