যাত্রী ও যানবাহনের চাপ নেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায়। স্বাভাবিক সময়ের মতোই পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে দৌলতদিয়া প্রান্তে দেখা যায়, ঈদুল আজহার চতুর্থ দিনে ঘাট এলাকায় নেই কোনো যানবাহনের সিরিয়াল। ফলে অল্প অপেক্ষার পরই যানবাহনগুলো ফেরিতে সহজেই উঠতে পারছে। কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এবার সরকারি ছুটি বেশি থাকায় যাত্রীরা হয়তো একই দিনে যাবেন না।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ১ হাজার ৬৪৭টি যানবাহন পার হয়েছে। এরমধ্যে যাত্রীবাহী বাস ছিল ৩২৭টি। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।