Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্পেন ফুটবলকে বিদায় বললেন আলবা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ২১০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কয়েক দিন ধরেই গুঞ্জন, স্পেনের জার্সি আর গায়ে দেবেন না জর্দি আলবা। ২০১২ সালের ইউরো ফাইনালে ইতালির জাল কাঁপানো এই ডিফেন্ডার সত্যিই আন্তর্জাতিক অবসর নিলেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং আলবা নিজেও এই খবর নিশ্চিত করেছে।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে এখনো খেলে যাচ্ছেন আলবা। এই মৌসুমেই বার্সেলোনার পাঠ চুকিয়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। যেখানে খেলছেন তার বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস এবং লিওনেল মেসি। লিগস কাপ জিতে নিজেকে দলটির গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন আলবা। ক্লাবটির হয়ে ইউএস ওপেন কাপ জেতার আর এক ধাপ দূরে আছেন আলবা।

২০১১ সালের ১১ অক্টোবর স্পেনের হয়ে অভিষেক হয় আলবার। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। যেখানে সাবেক বার্সেলোনা তারকার গোল ৯টি।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আলবার শুভকামনা জানিয়ে এক বিবৃতিতে লেখেন, ৩৪ বছর বয়সে জর্দি আলবা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার ক্যারিয়ারের জন্য শুভকামনা। ধন্যবাদ জর্দি।

তিনটি বিশ্বকাপ, তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আলবা। জাতীয় দলে তার বিকল্প মনে করা হচ্ছে বার্সেলোনার আলেজান্দ্রো বালদেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্পেন ফুটবলকে বিদায় বললেন আলবা

প্রকাশের সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

কয়েক দিন ধরেই গুঞ্জন, স্পেনের জার্সি আর গায়ে দেবেন না জর্দি আলবা। ২০১২ সালের ইউরো ফাইনালে ইতালির জাল কাঁপানো এই ডিফেন্ডার সত্যিই আন্তর্জাতিক অবসর নিলেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং আলবা নিজেও এই খবর নিশ্চিত করেছে।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে এখনো খেলে যাচ্ছেন আলবা। এই মৌসুমেই বার্সেলোনার পাঠ চুকিয়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। যেখানে খেলছেন তার বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস এবং লিওনেল মেসি। লিগস কাপ জিতে নিজেকে দলটির গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন আলবা। ক্লাবটির হয়ে ইউএস ওপেন কাপ জেতার আর এক ধাপ দূরে আছেন আলবা।

২০১১ সালের ১১ অক্টোবর স্পেনের হয়ে অভিষেক হয় আলবার। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। যেখানে সাবেক বার্সেলোনা তারকার গোল ৯টি।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আলবার শুভকামনা জানিয়ে এক বিবৃতিতে লেখেন, ৩৪ বছর বয়সে জর্দি আলবা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার ক্যারিয়ারের জন্য শুভকামনা। ধন্যবাদ জর্দি।

তিনটি বিশ্বকাপ, তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আলবা। জাতীয় দলে তার বিকল্প মনে করা হচ্ছে বার্সেলোনার আলেজান্দ্রো বালদেকে।