Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২১ এপ্রিল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। তুমাইর অবজারভেটরি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন। একই দিন ঈদ পালন করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সৌদি গ্যাজেট ও গালফ নিউজ এ খবর জানিয়েছে।

সৌদি আরবের আকাশে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে এবার অঞ্চলটিতে রোজা ২৯টি হলো।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এবার দেশটিতে ঈদুল ফিতর শুরু হচ্ছে শুক্রবার। দেশটিতে পাঁচ দিন ধরে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

সৌদি সুপ্রিম কোর্টও শুক্রবার ঈদুল ফিতর শুরুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের সঙ্গে একই দিন শুক্রবার ঈদুল ফিতর উদযাপন শুরু করবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান ঘোষণা দিয়েছে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে। ইসলামিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্ধচন্দ্র দেখার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বের আনাচে-কানাচে বসবাসরত মুসলিমরা এই দিন শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে উৎসবটি উদযাপন করেন।

এর আগে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে বলে ঘোষণা দেয়। কারণ, এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে  শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

প্রকাশের সময় : ১০:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২১ এপ্রিল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। তুমাইর অবজারভেটরি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন। একই দিন ঈদ পালন করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সৌদি গ্যাজেট ও গালফ নিউজ এ খবর জানিয়েছে।

সৌদি আরবের আকাশে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে এবার অঞ্চলটিতে রোজা ২৯টি হলো।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এবার দেশটিতে ঈদুল ফিতর শুরু হচ্ছে শুক্রবার। দেশটিতে পাঁচ দিন ধরে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

সৌদি সুপ্রিম কোর্টও শুক্রবার ঈদুল ফিতর শুরুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের সঙ্গে একই দিন শুক্রবার ঈদুল ফিতর উদযাপন শুরু করবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান ঘোষণা দিয়েছে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে। ইসলামিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্ধচন্দ্র দেখার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বের আনাচে-কানাচে বসবাসরত মুসলিমরা এই দিন শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে উৎসবটি উদযাপন করেন।

এর আগে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে বলে ঘোষণা দেয়। কারণ, এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে  শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।