Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক : 

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এ সংখ্যা বেশ উদ্বেগের। তবে বিবাহ বিচ্ছেদের মতো নেতিবাচক সামাজিক ব্যধি থেকে বাদ যায়নি মুসলিম প্রধান দেশ সৌদি আরবও।

সৌদি আরবে নারীদের নিয়ে ২০২২ সালের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এ রিপোর্টে নারীদের বিবাহ বিচ্ছেদের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক। ওই রিপোর্ট বলা হয়েছে, ২০২২ সালে সৌদিতে ৩ লাখ ৫০ হাজারের অধিক নারীদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

বিবাহ বিচ্ছেদ হওয়া ৫৪ হাজার নারীদের বয়স ৩০ থেকে ৩৪ বছর। এছাড়া ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীদের সংখ্যা ৫৩ হাজার। অন্যদিকে ওই বছরে বিধবা নারীদের সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন।

প্রতিবেদনটি প্রকাশ করতে বিভিন্ন ধরনের গবেষণা জরিপ, রেজিস্ট্রির তথ্য বিশ্লেষণ করা হয়। এছাড়া দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং প্রযুক্তিতে নারীদের অবদান কী ধরনের তা দেখার জন্য এই জরিপ পরিচালনা করা হয়। এতে দেখা দেখে সৌদি আরবে ১৫ থেকে ১৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের এসব খাতে অবদান বেশি। বয়স অনুপাতে নারীদের সংখ্যা প্রকাশ করা হয়েছে- ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ৮ লাখ ৫০ হাজার ৭৮০ জন।

অন্যদিকে সৌদি নারীদের কর্মক্ষেত্রেও অংশগ্রহণের সুযোগ বাড়ছে। ২০২২ সালে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার ১৫.৪ শতাংশ। সব মিলিয়ে শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ ৩৬ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে ২০২১ সালে সৌদি আরবে শেয়ারবাজারে নারীদের অংশগ্রহণের সংখ্যা ছিল ১৫ লাখ ১৬ হাজার ৯৯৫ জন। যা ২০১৯ এবং ২০২০ সালের তুলনায় অনেক বেশি।

এছাড়া শরীর চর্চায়ও নারীদের অংশ নেওয়ার হার বেড়েছে। দেখা গেছে ১৫ বছর বয়সী নারীদের মধ্যে প্রায় ৩৮.৭ শতাংশ নিয়মিত ৩০ মিনিটের বেশি শরীর চর্চা করে থাকেন। যা সাম্প্রতিক বছরে বেড়েছে। সূত্র: গলফ নিউজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ

প্রকাশের সময় : ০৬:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এ সংখ্যা বেশ উদ্বেগের। তবে বিবাহ বিচ্ছেদের মতো নেতিবাচক সামাজিক ব্যধি থেকে বাদ যায়নি মুসলিম প্রধান দেশ সৌদি আরবও।

সৌদি আরবে নারীদের নিয়ে ২০২২ সালের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এ রিপোর্টে নারীদের বিবাহ বিচ্ছেদের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক। ওই রিপোর্ট বলা হয়েছে, ২০২২ সালে সৌদিতে ৩ লাখ ৫০ হাজারের অধিক নারীদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

বিবাহ বিচ্ছেদ হওয়া ৫৪ হাজার নারীদের বয়স ৩০ থেকে ৩৪ বছর। এছাড়া ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীদের সংখ্যা ৫৩ হাজার। অন্যদিকে ওই বছরে বিধবা নারীদের সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন।

প্রতিবেদনটি প্রকাশ করতে বিভিন্ন ধরনের গবেষণা জরিপ, রেজিস্ট্রির তথ্য বিশ্লেষণ করা হয়। এছাড়া দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং প্রযুক্তিতে নারীদের অবদান কী ধরনের তা দেখার জন্য এই জরিপ পরিচালনা করা হয়। এতে দেখা দেখে সৌদি আরবে ১৫ থেকে ১৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের এসব খাতে অবদান বেশি। বয়স অনুপাতে নারীদের সংখ্যা প্রকাশ করা হয়েছে- ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ৮ লাখ ৫০ হাজার ৭৮০ জন।

অন্যদিকে সৌদি নারীদের কর্মক্ষেত্রেও অংশগ্রহণের সুযোগ বাড়ছে। ২০২২ সালে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার ১৫.৪ শতাংশ। সব মিলিয়ে শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ ৩৬ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে ২০২১ সালে সৌদি আরবে শেয়ারবাজারে নারীদের অংশগ্রহণের সংখ্যা ছিল ১৫ লাখ ১৬ হাজার ৯৯৫ জন। যা ২০১৯ এবং ২০২০ সালের তুলনায় অনেক বেশি।

এছাড়া শরীর চর্চায়ও নারীদের অংশ নেওয়ার হার বেড়েছে। দেখা গেছে ১৫ বছর বয়সী নারীদের মধ্যে প্রায় ৩৮.৭ শতাংশ নিয়মিত ৩০ মিনিটের বেশি শরীর চর্চা করে থাকেন। যা সাম্প্রতিক বছরে বেড়েছে। সূত্র: গলফ নিউজ।