Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে ঈদের ছুটি টানা ৬ দিন

আন্তর্জাতিক ডেস্ক : 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির পাবলিক এবং প্রাইভেট সেক্টরে সমান ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এজন্য সব মিলিয়ে এবারের ঈদে দেশটির সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন।

রোববার (২৪ মার্চ) সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ ছুটির তারিখ ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ১১ মার্চ পবিত্র রমজান শুরু হয়েছে। পবিত্র রমজানে বিশ্বব্যাপ ১৮০ কোটি মানুষ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সুবেহসাদিক থেকে মাগরিব পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকেন।

ইসলামে চন্দ্রবর্ষ অনুযায়ী বছর গণনা করা হয়ে। এক্ষেত্রে ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর হয়। আর পবিত্র রমজান হলো হিজরি সনের ৯তম মাস।

রমজান মাস শেষে আসে খুশির ঈদ। এই দিনে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন সবাই একসঙ্গে হয় এবং দিনটি আনন্দের সঙ্গে উৎযাপন করেন। ঈদের দিন একে-অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার দিয়ে থাকেন। এছাড়া একসঙ্গে খাওয়া-দাওয়াও করে থাকেন অনেকে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সৌদি আরবে ঈদের ছুটি টানা ৬ দিন

প্রকাশের সময় : ০৯:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির পাবলিক এবং প্রাইভেট সেক্টরে সমান ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এজন্য সব মিলিয়ে এবারের ঈদে দেশটির সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন।

রোববার (২৪ মার্চ) সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ ছুটির তারিখ ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ১১ মার্চ পবিত্র রমজান শুরু হয়েছে। পবিত্র রমজানে বিশ্বব্যাপ ১৮০ কোটি মানুষ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সুবেহসাদিক থেকে মাগরিব পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকেন।

ইসলামে চন্দ্রবর্ষ অনুযায়ী বছর গণনা করা হয়ে। এক্ষেত্রে ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর হয়। আর পবিত্র রমজান হলো হিজরি সনের ৯তম মাস।

রমজান মাস শেষে আসে খুশির ঈদ। এই দিনে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন সবাই একসঙ্গে হয় এবং দিনটি আনন্দের সঙ্গে উৎযাপন করেন। ঈদের দিন একে-অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার দিয়ে থাকেন। এছাড়া একসঙ্গে খাওয়া-দাওয়াও করে থাকেন অনেকে।