Dhaka সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেরা পাঁচে সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • ২৩৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেট বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের নাম যেন তারার মতো উজ্জ্বল।  সাগরিকায় ওয়ানডে ক্রিকেটে বল হাতে ৩০০ উইকেট নিয়ে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বর্তমানে ক্রিকেট চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ৩০০ উইকেট ও ছয় হাজারের অধিক রান করা একমাত্র ক্রিকেটার সাকিব। ইংল্যান্ড সিরিজে ব্যাট বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সুখবর পেয়েছেন টাইগার অলরাউন্ডার।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। ব্যাট হাতে ইংল্যান্ড সিরিজের তিন ম্যাচে ১৪১ রান করেছেন তিনি। আর এতে ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে একাধিক রেকর্ড গড়েছেন দেশসেরা অলরাউন্ডার। সাগরিকায় শেষ ওয়ানডে ম্যাচ যেনো শুধু সাকিব, ব্যাটে হাতে যেমন ছড়িয়েছেন তাণ্ডব, তেমনি বল হাতেও। অবশ্য ওয়ানডেতে এক নাম্বর অলরাউন্ডার এদিন রেকর্ড গড়েছেন উকেটের দিক দিয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে ৩২৩ উইকেট নিয়েছেন। এছাড়া ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। শেষ ম্যাচে ৭০ রানের ইনিংস খেলা এই ডানহাতি ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে। এক ধাপ করে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩৩তম) ও লিটন দাসও (৩৪)। তবে এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে নেমে গেছেন অধিনায়ক তামিম ইকবাল।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে অবস্থান প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডুসেনের। আর তিনে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। চার ও পাঁচে আছেন যথাক্রমে- কুইন্টন ডি কক এবং ইমাম-উল-হক।

বোলারদের র‌্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন সাকিব। ইংল্যান্ড সিরিজে বল হাতে ৬ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার তিন ধাপ এগিয়ে উঠেছেন পাঁচে। আর তাতে এক ধাপ করে অবনতি হয়েছে রশিদ খান (৬), অ্যাডাম জাম্পা (৭) ও শাহিন আফ্রিদির (৮)। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান (১৩) ও তাসকিন আহমেদ (৪৬) দুই ধাপ করে এবং মোস্তাফিজুর রহমান (১৬) পিছিয়েছেন এক ধাপ।

বোলারদের র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছেন যথাক্রমে- জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্টার্ক।

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন সাকিব। তবে বেড়েছে ১৫ রেটিং পয়েন্ট। ফলে দুইয়ে থাকা মোহাম্মদ নবীর (৩১০) চেয়ে ব্যবধান বাড়িয়েছেন সাকিব (৪০৭)। এছাড়া আগের মতোই তিনে আছেন আরেক আফগান রশিদ খান। এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তবে এক পিছিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান (৫)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জে-৩ : স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ

সেরা পাঁচে সাকিব

প্রকাশের সময় : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেট বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের নাম যেন তারার মতো উজ্জ্বল।  সাগরিকায় ওয়ানডে ক্রিকেটে বল হাতে ৩০০ উইকেট নিয়ে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বর্তমানে ক্রিকেট চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ৩০০ উইকেট ও ছয় হাজারের অধিক রান করা একমাত্র ক্রিকেটার সাকিব। ইংল্যান্ড সিরিজে ব্যাট বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সুখবর পেয়েছেন টাইগার অলরাউন্ডার।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। ব্যাট হাতে ইংল্যান্ড সিরিজের তিন ম্যাচে ১৪১ রান করেছেন তিনি। আর এতে ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে একাধিক রেকর্ড গড়েছেন দেশসেরা অলরাউন্ডার। সাগরিকায় শেষ ওয়ানডে ম্যাচ যেনো শুধু সাকিব, ব্যাটে হাতে যেমন ছড়িয়েছেন তাণ্ডব, তেমনি বল হাতেও। অবশ্য ওয়ানডেতে এক নাম্বর অলরাউন্ডার এদিন রেকর্ড গড়েছেন উকেটের দিক দিয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে ৩২৩ উইকেট নিয়েছেন। এছাড়া ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। শেষ ম্যাচে ৭০ রানের ইনিংস খেলা এই ডানহাতি ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে। এক ধাপ করে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩৩তম) ও লিটন দাসও (৩৪)। তবে এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে নেমে গেছেন অধিনায়ক তামিম ইকবাল।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে অবস্থান প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডুসেনের। আর তিনে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। চার ও পাঁচে আছেন যথাক্রমে- কুইন্টন ডি কক এবং ইমাম-উল-হক।

বোলারদের র‌্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন সাকিব। ইংল্যান্ড সিরিজে বল হাতে ৬ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার তিন ধাপ এগিয়ে উঠেছেন পাঁচে। আর তাতে এক ধাপ করে অবনতি হয়েছে রশিদ খান (৬), অ্যাডাম জাম্পা (৭) ও শাহিন আফ্রিদির (৮)। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান (১৩) ও তাসকিন আহমেদ (৪৬) দুই ধাপ করে এবং মোস্তাফিজুর রহমান (১৬) পিছিয়েছেন এক ধাপ।

বোলারদের র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছেন যথাক্রমে- জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্টার্ক।

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন সাকিব। তবে বেড়েছে ১৫ রেটিং পয়েন্ট। ফলে দুইয়ে থাকা মোহাম্মদ নবীর (৩১০) চেয়ে ব্যবধান বাড়িয়েছেন সাকিব (৪০৭)। এছাড়া আগের মতোই তিনে আছেন আরেক আফগান রশিদ খান। এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তবে এক পিছিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান (৫)।