Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি : 

সুন্দরবনের গহিন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। এ সময় একটি নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

এ সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। টর্চ লাইটের আলোয় দুজন শিকারিকে সুন্দরবনের ভেতরে পালিয়ে যেতে দেখেছি। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান, কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযান করা হয়। রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বন আইনে মামলা করা হবে।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

প্রকাশের সময় : ০৩:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

খুলনা জেলা প্রতিনিধি : 

সুন্দরবনের গহিন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। এ সময় একটি নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

এ সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। টর্চ লাইটের আলোয় দুজন শিকারিকে সুন্দরবনের ভেতরে পালিয়ে যেতে দেখেছি। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান, কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযান করা হয়। রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বন আইনে মামলা করা হবে।