Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ৪

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বজ্রপাতে তিন বালিউত্তোলকারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চার শ্রমিক আহত হয়েছেন। এখন পর্যন্ত হতাহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২০ মে) সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না।

স্থানীয়রা জানান, সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালিউত্তোলনের কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকেরা। বজ্রপাতে দুজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনকে সিলেট ওসমানী হাসাপাতালে নেওয়া হলে সেখানে আরও এক শ্রমিক মারা যান।

এ ঘটনায় আহতরাও আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। বজ্রপাতে নিহতদের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও গোলাম মোস্তফা মুন্না বলেন, প্রশাসন পক্ষ থেকে বজ্রপাতে মৃতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ৪

প্রকাশের সময় : ০৩:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বজ্রপাতে তিন বালিউত্তোলকারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চার শ্রমিক আহত হয়েছেন। এখন পর্যন্ত হতাহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২০ মে) সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না।

স্থানীয়রা জানান, সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালিউত্তোলনের কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকেরা। বজ্রপাতে দুজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনকে সিলেট ওসমানী হাসাপাতালে নেওয়া হলে সেখানে আরও এক শ্রমিক মারা যান।

এ ঘটনায় আহতরাও আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। বজ্রপাতে নিহতদের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও গোলাম মোস্তফা মুন্না বলেন, প্রশাসন পক্ষ থেকে বজ্রপাতে মৃতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।