বিনোদন ডেস্ক :
বাংলাদেশের সিনেমার নন্দিত নায়িকা পূর্ণিমা। বেশ কিছুদিন হলো নতুন কোনো সিনেমা তার মুক্তি পায়নি। এবার নতুন সিনেমা মুক্তির প্রহর শেষ হতে যাচ্ছে তার। দেশবরেণ্য কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের ‘আহারে জীবন’ এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেই সুখবরই দিলেন পূর্ণিমা।
এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। ছটকু আহমেদের পরিচালনায় এবারই প্রথম কোনো সিনেমায় পূর্ণিমার কাজ করা। সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
পূর্ণিমা বলেন, ছটকু ভাই দেশের একজন গুণী নির্মাতা। তার সিনেমায় অভিনয় করা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ছটকু ভাই এ বয়সে এসেও অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণের চেষ্টা করেছেন। আমি আশাবাদী পারিবারিক আবহের এ সিনেমা সবার মন ভরাবে।
তিনি আরও যোগ করেন, এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি আমি। দর্শক এখনও আমাকে যে ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত করেন তাতে সত্যিই মুগ্ধ হই। দর্শকের জন্যই তো আসলে অভিনয় করা। তারা দীর্ঘদিন আমার নতুন সিনেমার মুক্তির অপেক্ষায় ছিলেন। আহারে জীবন দিয়ে সেই প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সিনেমাটি মুক্তি পেলে দর্শককে হলে গিয়ে দেখার আহ্বান রইল।
এদিকে পূর্ণিমা অভিনীত আরও দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলো হলো ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত দুটি সিনেমাতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। ছবি দুটি কবে মুক্তি পাবে এখনও নিশ্চিত নয়। তবে এ দুটি ছবি নিয়ে বেশ আশাবাদী ‘মনের মাঝে তুমি’ খ্যাত এই নায়িকা।