Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল (৩০) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ওই সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলী গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে। আহত রাজু ইসলাম একই এলাকার বাসিন্দা।

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন চোরাচালানী গরু আনার জন্য মঙ্গলবার রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্য একজন আহত হয়। এ ঘটনার পর সাইফুলের মরদেহ বিএসএফ নিয়ে যায়।

নওগাঁর ১৬ বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান বলেন, ‘সীমান্তে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

এদিকে, বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

গত ৩০ মার্চ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী মুরলি চন্দ্র (৪৮) নামের এক বাংলাদেশি নিহত হন। এ সময় আহত হন আরও দুজন।

নিহত শ্রী মুরলি চন্দ্র (৪৮) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই উপজেলার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩১) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৩৮)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বক্তব্য দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশের সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল (৩০) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ওই সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলী গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে। আহত রাজু ইসলাম একই এলাকার বাসিন্দা।

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন চোরাচালানী গরু আনার জন্য মঙ্গলবার রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্য একজন আহত হয়। এ ঘটনার পর সাইফুলের মরদেহ বিএসএফ নিয়ে যায়।

নওগাঁর ১৬ বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান বলেন, ‘সীমান্তে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

এদিকে, বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

গত ৩০ মার্চ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী মুরলি চন্দ্র (৪৮) নামের এক বাংলাদেশি নিহত হন। এ সময় আহত হন আরও দুজন।

নিহত শ্রী মুরলি চন্দ্র (৪৮) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই উপজেলার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩১) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৩৮)।