Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কায় নিহত ৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাকির রাব্বানী বলেন, ‌‘একটি ড্রামট্রাককে অতিক্রম করতে গিয়ে বাসটি ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই চার জন নিহত হন। কয়েকজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।’

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এরপর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়। আহত ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরেকজনের মৃত্যু হয়।’

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এ ছাড়া আরও ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কায় নিহত ৫

প্রকাশের সময় : ০৯:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাকির রাব্বানী বলেন, ‌‘একটি ড্রামট্রাককে অতিক্রম করতে গিয়ে বাসটি ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই চার জন নিহত হন। কয়েকজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।’

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এরপর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়। আহত ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরেকজনের মৃত্যু হয়।’

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এ ছাড়া আরও ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’