Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিসিএলে আহত অভিনেত্রী, পায়ে করতে হলো প্লাস্টার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • ১৮৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলতে গিয়ে ইনজুরির শিকার হয়েছেন অভিনেত্রী-নির্মাতা আয়শা মনিকা। তার পায়ে দিতে হয়েছে প্লাস্টার। এ অবস্থায় কয়েক সপ্তাহ বিছানাতেই কাটাতে হবে তাকে।

জানা গেছে, গত ১৭ অক্টোবর সিসিএল’র গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় এসজেএল ক্রেজি ও গোল্ডস্যান্ড গ্রুপ স্ট্রাইকার্স। যেই ম্যাচে খেলতে গিয়েই পায়ে আঘাত পান মনিকা। সেখান থেকে সরাসরি পৌঁছে যান হাসপাতালে। প্লাস্টার করতে হয়েছে বাম পায়ে।

অভিনেত্রী জানান, আপাতত কয়েক সপ্তাহ বিছানাতেই কাটাতে হবে। কিভাবে ঘটল? আয়শা বলেন, ‘রান নিতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তখনই পা বাজেভাবে মচকে যায়। সেলিম ভাই (গিয়াস উদ্দিন সেলিম) দ্রুত হাসপাতলে নেওয়াতে খুব ভালো হয়েছে, না হয় আরও খারাপ কিছু হতে পারত।’

সেলিব্রিটি ক্রিকেট লিগে এসজেএল ক্রেজি’র হয়ে খেলেছেন মনিকা। পুরো লিগে ব্যাট-বলে দারুণ পারফর্ম করেছেন তিনি। পরপর দুই ম্যাচে ‘উইম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কারও জিতে নিয়েছিলেন। তৃতীয় ম্যাচেও শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু একপর্যায়ে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন।

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। এতে মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

সিসিএলে আহত অভিনেত্রী, পায়ে করতে হলো প্লাস্টার

প্রকাশের সময় : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলতে গিয়ে ইনজুরির শিকার হয়েছেন অভিনেত্রী-নির্মাতা আয়শা মনিকা। তার পায়ে দিতে হয়েছে প্লাস্টার। এ অবস্থায় কয়েক সপ্তাহ বিছানাতেই কাটাতে হবে তাকে।

জানা গেছে, গত ১৭ অক্টোবর সিসিএল’র গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় এসজেএল ক্রেজি ও গোল্ডস্যান্ড গ্রুপ স্ট্রাইকার্স। যেই ম্যাচে খেলতে গিয়েই পায়ে আঘাত পান মনিকা। সেখান থেকে সরাসরি পৌঁছে যান হাসপাতালে। প্লাস্টার করতে হয়েছে বাম পায়ে।

অভিনেত্রী জানান, আপাতত কয়েক সপ্তাহ বিছানাতেই কাটাতে হবে। কিভাবে ঘটল? আয়শা বলেন, ‘রান নিতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তখনই পা বাজেভাবে মচকে যায়। সেলিম ভাই (গিয়াস উদ্দিন সেলিম) দ্রুত হাসপাতলে নেওয়াতে খুব ভালো হয়েছে, না হয় আরও খারাপ কিছু হতে পারত।’

সেলিব্রিটি ক্রিকেট লিগে এসজেএল ক্রেজি’র হয়ে খেলেছেন মনিকা। পুরো লিগে ব্যাট-বলে দারুণ পারফর্ম করেছেন তিনি। পরপর দুই ম্যাচে ‘উইম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কারও জিতে নিয়েছিলেন। তৃতীয় ম্যাচেও শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু একপর্যায়ে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন।

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। এতে মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।