Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিসিইউতে অভিনেতা আফজাল হোসেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কিংবদন্তি এই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি বলেন, আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।

নির্মাতা শিহাব শাহীন বলেন, আফজাল হোসেন গতকাল রাতে হার্ট অ্যাটাক করেছেন। এর পর তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে “বাবা, সামওয়ান ফলোয়িং মি” ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই ফোন করে বলেন, তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং শুরু করার কথা ছিল আমাদের। কিন্তু হঠাৎ করে আফজাল ভাই গতকাল জানান তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তিনি অসুস্থ হওয়ায় ফিল্মটির শুটিং বাতিল করা হয়েছে। আফজাল ভাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব নয়।

এ নির্মাতা নিজের জীবনের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। এই ওয়েব ফিল্মের শুটিং গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় শুরু হয়। সেখানে টানা চারদিন শুটিংয়ের পর ক’দিন আগেই দেশে ফেরেন পরিচালক ও তার টিম।

প্রসঙ্গত, আফজাল হোসেন অভিনীত ওয়েব সিরিজের মধ্যে রয়েছে ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘রিফিউজি’, ‘ষ’, ‘কারাগার’ ও ‘বোধ’। এছাড়া ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’, ‘ঢাকা অ্যাটাক’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

সিসিইউতে অভিনেতা আফজাল হোসেন

প্রকাশের সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কিংবদন্তি এই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি বলেন, আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।

নির্মাতা শিহাব শাহীন বলেন, আফজাল হোসেন গতকাল রাতে হার্ট অ্যাটাক করেছেন। এর পর তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে “বাবা, সামওয়ান ফলোয়িং মি” ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই ফোন করে বলেন, তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং শুরু করার কথা ছিল আমাদের। কিন্তু হঠাৎ করে আফজাল ভাই গতকাল জানান তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তিনি অসুস্থ হওয়ায় ফিল্মটির শুটিং বাতিল করা হয়েছে। আফজাল ভাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব নয়।

এ নির্মাতা নিজের জীবনের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। এই ওয়েব ফিল্মের শুটিং গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় শুরু হয়। সেখানে টানা চারদিন শুটিংয়ের পর ক’দিন আগেই দেশে ফেরেন পরিচালক ও তার টিম।

প্রসঙ্গত, আফজাল হোসেন অভিনীত ওয়েব সিরিজের মধ্যে রয়েছে ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘রিফিউজি’, ‘ষ’, ‘কারাগার’ ও ‘বোধ’। এছাড়া ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’, ‘ঢাকা অ্যাটাক’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।