Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে জোবায়ের হোসেন নামে একজন বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয়রা জানান, নয়াগাউ গ্রামের হুসন আহমদের সঙ্গে ঘাতক সুলতান ও তার পরিবারের মধ‌্যে জমিসংক্রান্ত বিরোধ চলেছিল। এর জেরে শুক্রবার ভোরে নিহত হুসন আহমদ ও সুলতানের মধ‌্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সুলতান আহমদ ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

আবহাওয়া

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী ইস্যুতে অবশেষে সরব অপু বিশ্বাস

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশের সময় : ০২:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে জোবায়ের হোসেন নামে একজন বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয়রা জানান, নয়াগাউ গ্রামের হুসন আহমদের সঙ্গে ঘাতক সুলতান ও তার পরিবারের মধ‌্যে জমিসংক্রান্ত বিরোধ চলেছিল। এর জেরে শুক্রবার ভোরে নিহত হুসন আহমদ ও সুলতানের মধ‌্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সুলতান আহমদ ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’