Dhaka শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বালু তুলতে গিয়ে মিলল মর্টার শেল

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু তুলতে গিয়ে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গেরপাড় নামক এলাকায় বালু তোলার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়।

জানা যায়, পিয়াইন নদীর নয়াগাঙ্গেরপাড় নামক এলাকায় বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিকের হাতে শক্ত কিছু একটা লাগে। পরে পানির নিচ থেকে বস্তুটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখা যায়, সেটি মর্টার শেল। পরে শ্রমিকরা গোয়াইনঘাট থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পিয়াইন নদীতে বালতি দিয়ে বালু তোলার সময় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শেলটি উদ্ধার করা হয়েছে।

পরে মর্টারশেলটি থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নেওয়া হয়। এটি ধ্বংসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সেনাবাহিনীর সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুরে আলোচিত রোদেলা হত্যা মামলায় ঘাতক স্বামীর ফাঁসি

সিলেটে বালু তুলতে গিয়ে মিলল মর্টার শেল

প্রকাশের সময় : ০৮:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু তুলতে গিয়ে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গেরপাড় নামক এলাকায় বালু তোলার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়।

জানা যায়, পিয়াইন নদীর নয়াগাঙ্গেরপাড় নামক এলাকায় বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিকের হাতে শক্ত কিছু একটা লাগে। পরে পানির নিচ থেকে বস্তুটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখা যায়, সেটি মর্টার শেল। পরে শ্রমিকরা গোয়াইনঘাট থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পিয়াইন নদীতে বালতি দিয়ে বালু তোলার সময় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শেলটি উদ্ধার করা হয়েছে।

পরে মর্টারশেলটি থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নেওয়া হয়। এটি ধ্বংসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সেনাবাহিনীর সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।