Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে টুরিস্ট বাস উল্টে আহত ৫০

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটে টুরিস্ট বাস উল্টে অন্তত ৫০ পর্যটক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার ধোপাগুল এলাকায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিলেট নগরীর আম্বরখানা থেকে সাদাপাথর নামে বাসটি অন্তত অর্ধশত পর্যটক নিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে ছেড়ে যায়। সদর উপজেলার ধোপাগুল পয়েন্ট অতিক্রম করার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন এবং আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম বলেন, ‘আম্বরখানা থেকে সিলেট গাড়িটি সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৫০ জনেরমতো আহত হয়েছেন।

এ বিষয়ে মহানগর পুলিশের বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে স্থানীয়রা আহত আরও ছয় থেকে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

সিলেটে টুরিস্ট বাস উল্টে আহত ৫০

প্রকাশের সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটে টুরিস্ট বাস উল্টে অন্তত ৫০ পর্যটক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার ধোপাগুল এলাকায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিলেট নগরীর আম্বরখানা থেকে সাদাপাথর নামে বাসটি অন্তত অর্ধশত পর্যটক নিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে ছেড়ে যায়। সদর উপজেলার ধোপাগুল পয়েন্ট অতিক্রম করার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন এবং আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম বলেন, ‘আম্বরখানা থেকে সিলেট গাড়িটি সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৫০ জনেরমতো আহত হয়েছেন।

এ বিষয়ে মহানগর পুলিশের বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে স্থানীয়রা আহত আরও ছয় থেকে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে।’