Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়া থেকে আসা বিমান ভূপাতিত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : 

নিজ ভূখণ্ডে প্রবেশ করা একটি বিমান ভূপাতিত করেছে ইসরায়েল। ভূপাতিত করা ওই বিমানটি সিরিয়া থেকে এসেছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ এপ্রিল) একটি অজ্ঞাত বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, অজ্ঞাত ওই বিমানটি সিরিয়া থেকে তাদের ভূখণ্ডে প্রবেশ করে বলে মনে হচ্ছে।

এই ঘটনায় প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়বে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, যে বিমানটি তারা ভূপাতিত করেছে তা কোনও পর্যায়েই কোনও হুমকি সৃষ্টি করেনি।

অন্যদিকে ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট নানা লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়ে আসছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, ইসরায়েল শুধুমাত্র মার্চ মাসেই সিরিয়ার ভূখণ্ডে ছয়টি হামলা চালিয়েছে। সূত্র : রয়টার্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

সিরিয়া থেকে আসা বিমান ভূপাতিত করল ইসরায়েল

প্রকাশের সময় : ১২:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

নিজ ভূখণ্ডে প্রবেশ করা একটি বিমান ভূপাতিত করেছে ইসরায়েল। ভূপাতিত করা ওই বিমানটি সিরিয়া থেকে এসেছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ এপ্রিল) একটি অজ্ঞাত বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, অজ্ঞাত ওই বিমানটি সিরিয়া থেকে তাদের ভূখণ্ডে প্রবেশ করে বলে মনে হচ্ছে।

এই ঘটনায় প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়বে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, যে বিমানটি তারা ভূপাতিত করেছে তা কোনও পর্যায়েই কোনও হুমকি সৃষ্টি করেনি।

অন্যদিকে ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট নানা লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়ে আসছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, ইসরায়েল শুধুমাত্র মার্চ মাসেই সিরিয়ার ভূখণ্ডে ছয়টি হামলা চালিয়েছে। সূত্র : রয়টার্স।