Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ  বলেন, শরিফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। টিমটি এখনো ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০১:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ  বলেন, শরিফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। টিমটি এখনো ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।