সিরাজগঞ্জ ও নোয়াখালী জেলা প্রতিনিধি :
তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের কামারখন্দে মুরগির খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। পরে ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নেওয়া হয়।
এতে ট্রাকটির সামনের কেবিনের ক্ষতি হয়েছে এবং গ্লাস ভেঙে গেছে। এ ঘটনার আগেও কয়েকটি যানবাহনে দুর্বৃত্তরা ভাঙচুর চালায় বলে জানান আব্দুল কাদের জিলানী।
অপর দিকে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়ে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ট্রাকচালক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।