মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সিদ্ধেশ্বরী বাজারে জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের ইউনফর্ম পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতির সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে সোয়া ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ এলাকায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করেছিল ছদ্মবেশী ৭ ডাকাত। এ সময় প্রকৃত পুলিশ সদস্যরা তাদের টহল গাড়ি ওই স্থানে থামালে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহয়তায় এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরও ৬ ডাকাত সদস্য পালিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক আল মামুন ঢাকা পোস্টকে বলেন, রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করছিল ৭ ডাকাত সদস্য। পরে পুলিশের টহলরত গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় যাতায়াতকারীদের সহয়তায় এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সক্রিয় ডাকাত দলের সদস্য।