Dhaka বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল ১ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক : 

ইফতারের সময় বাসা বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় ১ ঘণ্টা বাড়িয়ে ৬ ঘণ্টা করেছে সরকার। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সব সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে জানানো হয়েছিল বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে।

বুধবার (১৩ মার্চ) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, সেচ মৌসুম শুরু হয়ে গেছে। এজন্য আমরা নতুন টাইম শিডিউল ঠিক করেছি, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশনগুলো ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। যা আগে ৬টা থেকে বন্ধ ছিল। আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তা ৬ ঘণ্টা বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।

এছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।

এর আগে জানানো হয়েছিল রমজান মাস উপলক্ষ্যে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। এখন সেটি ৬ ঘণ্টা করা হলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাদির ওপর হামলা : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল ১ ঘণ্টা

প্রকাশের সময় : ১০:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ইফতারের সময় বাসা বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় ১ ঘণ্টা বাড়িয়ে ৬ ঘণ্টা করেছে সরকার। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সব সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে জানানো হয়েছিল বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে।

বুধবার (১৩ মার্চ) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, সেচ মৌসুম শুরু হয়ে গেছে। এজন্য আমরা নতুন টাইম শিডিউল ঠিক করেছি, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশনগুলো ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। যা আগে ৬টা থেকে বন্ধ ছিল। আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তা ৬ ঘণ্টা বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।

এছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।

এর আগে জানানো হয়েছিল রমজান মাস উপলক্ষ্যে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। এখন সেটি ৬ ঘণ্টা করা হলো।