Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন ট্রাম্পের প্রথম স্ত্রী

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • ২৭২ জন দেখেছেন

সংগৃহীত ছবি

নিউইয়র্কের মেডিক্যাল পরীক্ষক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প শরীরে আঘাতের প্রভাবে মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুর্ঘটনায় ৭৩ বছরের ইভানার মৃত্যু হয়। খবর দ্যা গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ( ১৪ জুলাই) নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে ইভানা ট্রাম্পের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সাবেক স্ত্রীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে ট্রাম্প তার প্রতিষ্ঠিত রক্ষণশীল সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ একটি পোস্ট করেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।’

তিনি আরও লিখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক মহিলা ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ইভানা।

১৯৮০ ও ১৯৯০ দশকে নিউ ইয়র্কে উল্লেখযোগ্য পাবলিক ফিগার ছিলেন ডোনাল্ড ও ইভানা ট্রাম্প। তাদের বিচ্ছেদ নিয়ে ব্যাপক জনআগ্রহ তৈরি হয়। বিচ্ছেদের পর ইভানা ট্রাম্প তার নিজস্ব ধরণ অনুযায়ী সৌন্দর্য পণ্য, পোশাক এবং অলংকার ব্যবসা চালু করেন।

এ পর্যন্ত তিনবার বিয়ে করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইভানা ট্রাম্প ছিলেন তার প্রথম স্ত্রী। ১৯৯৩ সালে বিয়ে হয় তাদের। ইভানা ছিলেন চেক প্রজাতন্ত্রের একজন মডেল। ১৯৯৯ সালে বিচ্ছেদ হয় তাদের।

২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন ট্রাম্পের প্রথম স্ত্রী

প্রকাশের সময় : ০৪:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

নিউইয়র্কের মেডিক্যাল পরীক্ষক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প শরীরে আঘাতের প্রভাবে মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুর্ঘটনায় ৭৩ বছরের ইভানার মৃত্যু হয়। খবর দ্যা গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ( ১৪ জুলাই) নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে ইভানা ট্রাম্পের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সাবেক স্ত্রীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে ট্রাম্প তার প্রতিষ্ঠিত রক্ষণশীল সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ একটি পোস্ট করেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।’

তিনি আরও লিখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক মহিলা ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ইভানা।

১৯৮০ ও ১৯৯০ দশকে নিউ ইয়র্কে উল্লেখযোগ্য পাবলিক ফিগার ছিলেন ডোনাল্ড ও ইভানা ট্রাম্প। তাদের বিচ্ছেদ নিয়ে ব্যাপক জনআগ্রহ তৈরি হয়। বিচ্ছেদের পর ইভানা ট্রাম্প তার নিজস্ব ধরণ অনুযায়ী সৌন্দর্য পণ্য, পোশাক এবং অলংকার ব্যবসা চালু করেন।

এ পর্যন্ত তিনবার বিয়ে করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইভানা ট্রাম্প ছিলেন তার প্রথম স্ত্রী। ১৯৯৩ সালে বিয়ে হয় তাদের। ইভানা ছিলেন চেক প্রজাতন্ত্রের একজন মডেল। ১৯৯৯ সালে বিচ্ছেদ হয় তাদের।

২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।