নিজস্ব প্রতিবেদক :
রাজধানী যাত্রাবাড়ীর সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩০) ভারসাম্যহীন এক যুবক (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, যাত্রাবাড়ীর সায়েদাবাদ ব্রিজ সংলগ্ন হানিফ কাউন্টারের সামনে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আজ ভোরে সায়েদাবাদ হানিফ বাস কাউন্টারের সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি যে, রাতে অজ্ঞাত কোনো একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। তবে, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ও উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো বলে জানতে পেরেছি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।