বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে সাভার দেওগাঁও জয়তুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা জেলার সাভার উপজেলার দেওগাঁও এলাকার অপহৃতা ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে অভিযুক্ত নুর-মোহাম্মদ খান (২৭)কে আসামি করে মঙ্গলবার সকালে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে।
থানা পুলিশ অভিযান চালিয়ে গৌরনদী পৌরসভার টরকীর চর এলাকা থেকে মামলার আসামি নুর-মোহাম্মদ খানকে গ্রেফতার করেছে। সে (নুর-মোহাম্মদ) ঢাকা জেলার সাভার সদর থানার দেওগাঁও এলাকার মোঃ ইব্রাহিম খানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মোঃ শাহাবুদ্দিন জানান, প্রাইভেট পড়তে আসা যাওয়ার সময় সাভার সদর থানার দেওগাঁও এলাকার অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায় উত্যক্ত করে আসছিলো বখাটে নুর-মোহাম্মদ খান। গত ২০দিন পূর্বে ওই ছাত্রী তার দাদা বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়রিয়া গ্রামে বেড়াতে আসে।
আরও পড়ুন : ট্রাম্পের বিজয়েও কুড়িগ্রামে ভূরিভোজ হয়েছিল
ওই ছাত্রী তার ২ চাচাতো ভাইয়ের সঙ্গে সোমবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে কেনাকাটা করতে আসে। এসময় বখাটে নুর-মোহাম্মদ খানের নেতৃত্বে ২/৩ জনে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে অভিযুক্ত নুর-মোহাম্মদ খানকে আসামি করে মঙ্গলবার সকালে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে গৌরনদীর টরকীর চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত নুর-মোহাম্মদ খানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
মেডিকেল পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে গতকাল সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলে এসআই মোঃ শাহাবুদ্দিন জানান।