Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবার জুতো হাতে পার্টিতে ঘুরলেন হৃতিক!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • ১৮৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউডের নতুন প্রেমিক জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। প্রথম বিয়ে ভাঙার পর বহু বছর ধরে বিয়ের নামগন্ধ করেননি অভিনেতা। মাঝে কঙ্গনা রণৌতের প্রেমে পড়লেও বেশিদিন টেকেনি সে সম্পর্ক। এত বছর পর হৃতিকের ধ্যানভঙ্গ হলো সাবা আজাদকে দেখে। তার জন্য সবকিছু করতেই প্রস্তুত অভিনেতা।

প্রথমে সম্পর্কটা আড়ালে রাখলেও লুকোচুরি খেলা বেশিদিন চলতে দেননি তারা। প্রায়ই দুজনকে দেখা যেতে থাকে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয়, বলিউডি পার্টিতে। সবসময়ই যুবতী প্রেমিকার হাত শক্ত করে ধরে থাকতে দেখা গিয়েছে হৃতিককে। তাদের জুটিটা নিয়ে অবশ্য দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। কারোর হৃতিক সাবাকে বেশ পছন্দ হয়েছে। আবার একাংশের মতে, তাদের দেখে প্রেমিক-প্রেমিকা কম, বাবা-মেয়ে বেশি মনে হয়।

মুম্বাইয়ে ‘নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধন উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় গত সপ্তাহে। যেখানে নজর কাড়া পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন শাহরুখ খান, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাটসহ একাধিক বলিউড তারকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সুপার মডেল জিজি হাদিদ, টম হল্যান্ড প্রমুখ। বান্ধবী সাবা আজাদকে নিয়ে হাজির হয়েছিলেন গ্রিক গড হৃতিক রোশনও।

কালো পায়জামা-পাঞ্জাবি, জ্যাকেট পরে সেজেছিলেন অভিনেতা। অন্যদিকে লাল শাড়ি গাউন পরেছিলেন সাবা। প্রেমিকার সঙ্গে যুগল ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন।

আসলে ওই ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক সাবার জুতো জোড়া হাতে ধরে রয়েছেন। অনুষ্ঠানে স্টিলেটোজ পরেছিলেন সাবা। কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই হিল খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক। অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, সাবার জুতা হাতে নিয়ে কারও সঙ্গে কথা বলছেন হৃতিক।

ছবিটি নিয়ে ট্রলের ঝড় উঠেছে নেটপাড়ায়। নেটনাগরিকরা বলছেন, বিয়ে হতে পারল না। এখন থেকেই হবু বউয়ের জুতা বইতে হচ্ছে হৃতিককে! বিয়ের পরে তো স্বামীর উপরে ছড়ি ঘোরাবেন সাবা। অনেকের যদিও বিষয়টা বেশ ভালো লেগেছে। কেউ কেউ রীতিমতো দাবি করছেন, হৃতিকের মতোই যত্নবান স্বামী চাই।

কেউ লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না, হৃতিক অন্য কারও জুতো ধরে দাঁড়িয়ে রয়েছেন।’ কারও মতে, হৃতিক ভালবাসতে জানেন। সাবা খুবই ভাগ্যবান যে, তার জীবনে হৃতিকের মতো সুপারস্টার নন, একজন ভালো মানুষ এসেছেন।

অভিনয়ে অভিষেক করার আগেই প্রেমিকা সুজান খানকে বিয়ে করে নিয়েছিলেন হৃতিক। দুই ছেলে তাদের রেহান ও হৃদান। ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এখনও অবশ্য দুজনের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব রয়েছে। এমনকি সাবার সঙ্গে প্রাক্তন স্বামীর সম্পর্কেও সম্পূর্ণ সায় রয়েছে সুজানের।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

সাবার জুতো হাতে পার্টিতে ঘুরলেন হৃতিক!

প্রকাশের সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউডের নতুন প্রেমিক জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। প্রথম বিয়ে ভাঙার পর বহু বছর ধরে বিয়ের নামগন্ধ করেননি অভিনেতা। মাঝে কঙ্গনা রণৌতের প্রেমে পড়লেও বেশিদিন টেকেনি সে সম্পর্ক। এত বছর পর হৃতিকের ধ্যানভঙ্গ হলো সাবা আজাদকে দেখে। তার জন্য সবকিছু করতেই প্রস্তুত অভিনেতা।

প্রথমে সম্পর্কটা আড়ালে রাখলেও লুকোচুরি খেলা বেশিদিন চলতে দেননি তারা। প্রায়ই দুজনকে দেখা যেতে থাকে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয়, বলিউডি পার্টিতে। সবসময়ই যুবতী প্রেমিকার হাত শক্ত করে ধরে থাকতে দেখা গিয়েছে হৃতিককে। তাদের জুটিটা নিয়ে অবশ্য দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। কারোর হৃতিক সাবাকে বেশ পছন্দ হয়েছে। আবার একাংশের মতে, তাদের দেখে প্রেমিক-প্রেমিকা কম, বাবা-মেয়ে বেশি মনে হয়।

মুম্বাইয়ে ‘নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধন উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় গত সপ্তাহে। যেখানে নজর কাড়া পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন শাহরুখ খান, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাটসহ একাধিক বলিউড তারকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সুপার মডেল জিজি হাদিদ, টম হল্যান্ড প্রমুখ। বান্ধবী সাবা আজাদকে নিয়ে হাজির হয়েছিলেন গ্রিক গড হৃতিক রোশনও।

কালো পায়জামা-পাঞ্জাবি, জ্যাকেট পরে সেজেছিলেন অভিনেতা। অন্যদিকে লাল শাড়ি গাউন পরেছিলেন সাবা। প্রেমিকার সঙ্গে যুগল ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন।

আসলে ওই ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক সাবার জুতো জোড়া হাতে ধরে রয়েছেন। অনুষ্ঠানে স্টিলেটোজ পরেছিলেন সাবা। কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই হিল খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক। অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, সাবার জুতা হাতে নিয়ে কারও সঙ্গে কথা বলছেন হৃতিক।

ছবিটি নিয়ে ট্রলের ঝড় উঠেছে নেটপাড়ায়। নেটনাগরিকরা বলছেন, বিয়ে হতে পারল না। এখন থেকেই হবু বউয়ের জুতা বইতে হচ্ছে হৃতিককে! বিয়ের পরে তো স্বামীর উপরে ছড়ি ঘোরাবেন সাবা। অনেকের যদিও বিষয়টা বেশ ভালো লেগেছে। কেউ কেউ রীতিমতো দাবি করছেন, হৃতিকের মতোই যত্নবান স্বামী চাই।

কেউ লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না, হৃতিক অন্য কারও জুতো ধরে দাঁড়িয়ে রয়েছেন।’ কারও মতে, হৃতিক ভালবাসতে জানেন। সাবা খুবই ভাগ্যবান যে, তার জীবনে হৃতিকের মতো সুপারস্টার নন, একজন ভালো মানুষ এসেছেন।

অভিনয়ে অভিষেক করার আগেই প্রেমিকা সুজান খানকে বিয়ে করে নিয়েছিলেন হৃতিক। দুই ছেলে তাদের রেহান ও হৃদান। ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এখনও অবশ্য দুজনের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব রয়েছে। এমনকি সাবার সঙ্গে প্রাক্তন স্বামীর সম্পর্কেও সম্পূর্ণ সায় রয়েছে সুজানের।