Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৩ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা এক্সপ্রেস’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

যান্ত্রিক ত্রুটি সেরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ১০টার পর স্টেশন ছাড়ে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ট্রেনটির পেছনের তিন বগির ব্রেকে প্রেশার না পাওয়ায় ছাড়তে সময় লেগেছে। মূলত ইঞ্জিন থেকে বগিতে যে এয়ার প্রেশার থাকতে হয় তা খুব কম আসছে। সাধারণত ৫০০ বিপি সর্বোচ্চ থাকে সেখানে ৪০০ বা পৌনে ৪০০ হলেও চলতে পারে ট্রেন।

রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনটির ভ্যাকুয়াম কাজ না করায় ছাড়তে দেরি হয়েছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর ভ্যাকুয়ামের সমস্যা সমাধান হওয়ায় ১০টার পর ট্রেনটি স্টেশন ছেড়েছে। এর আগে পঞ্চম ট্রিপ দিয়েছি নতুন কোরিয়ান কোচের রেকটি, ষষ্ঠ ট্রিপে এসে আটকে গিয়েছিল।

এর আগে রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পরপরই কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি। এ দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমাস্টার) মো. জসিম উদ্দিন, সহকারী লোকোমাস্টার মো. মহসীন ও গার্ড আবদুল কাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ১৭ এপ্রিল সকাল ৭টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ লক্ষে ৫৮৪টি টিকিটও বিক্রি হয়েছিল। তবে শিডিউল বাতিল করায় এর মধ্যে ২৬৭টি টিকিটে রি-ফান্ড করা হয়। বাকি ৩১৭ জন যাত্রীসহ বাকি টিকিট কাটা যাত্রীদের নিয়ে ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে গতকাল বুধবার সকাল ৮টার পর স্টেশন ত্যাগ করে বিশেষ ব্যবস্থায়। নতুন করে রেক লাগানো ট্রেনটির নাম দেওয়া হয়েছিল সোনার বাংলা স্পেশাল।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নিজ নিজ পরিবারের সঙ্গে ঈদ করতে আপন ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। ট্রেন, লঞ্চ আর বাসযোগে যে যার মতো করেই গ্রামে রওনা হচ্ছেন। গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২০মিনিটে রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগেই অনলাইনে শতভাগ বিক্রি সম্পন্ন হয়েছে, যাত্রার দিন দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়ানো টিকিট।

অন্যদিকে কমিউটার ট্রেনে ঈদযাত্রায় অগ্রিম টিকিট দেওয়া হয় না। যাত্রার দিন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে এ ট্রেনের যাত্রীদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

সাড়ে ৩ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা এক্সপ্রেস’

প্রকাশের সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

যান্ত্রিক ত্রুটি সেরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ১০টার পর স্টেশন ছাড়ে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ট্রেনটির পেছনের তিন বগির ব্রেকে প্রেশার না পাওয়ায় ছাড়তে সময় লেগেছে। মূলত ইঞ্জিন থেকে বগিতে যে এয়ার প্রেশার থাকতে হয় তা খুব কম আসছে। সাধারণত ৫০০ বিপি সর্বোচ্চ থাকে সেখানে ৪০০ বা পৌনে ৪০০ হলেও চলতে পারে ট্রেন।

রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনটির ভ্যাকুয়াম কাজ না করায় ছাড়তে দেরি হয়েছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর ভ্যাকুয়ামের সমস্যা সমাধান হওয়ায় ১০টার পর ট্রেনটি স্টেশন ছেড়েছে। এর আগে পঞ্চম ট্রিপ দিয়েছি নতুন কোরিয়ান কোচের রেকটি, ষষ্ঠ ট্রিপে এসে আটকে গিয়েছিল।

এর আগে রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পরপরই কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি। এ দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমাস্টার) মো. জসিম উদ্দিন, সহকারী লোকোমাস্টার মো. মহসীন ও গার্ড আবদুল কাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ১৭ এপ্রিল সকাল ৭টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ লক্ষে ৫৮৪টি টিকিটও বিক্রি হয়েছিল। তবে শিডিউল বাতিল করায় এর মধ্যে ২৬৭টি টিকিটে রি-ফান্ড করা হয়। বাকি ৩১৭ জন যাত্রীসহ বাকি টিকিট কাটা যাত্রীদের নিয়ে ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে গতকাল বুধবার সকাল ৮টার পর স্টেশন ত্যাগ করে বিশেষ ব্যবস্থায়। নতুন করে রেক লাগানো ট্রেনটির নাম দেওয়া হয়েছিল সোনার বাংলা স্পেশাল।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নিজ নিজ পরিবারের সঙ্গে ঈদ করতে আপন ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। ট্রেন, লঞ্চ আর বাসযোগে যে যার মতো করেই গ্রামে রওনা হচ্ছেন। গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২০মিনিটে রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগেই অনলাইনে শতভাগ বিক্রি সম্পন্ন হয়েছে, যাত্রার দিন দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়ানো টিকিট।

অন্যদিকে কমিউটার ট্রেনে ঈদযাত্রায় অগ্রিম টিকিট দেওয়া হয় না। যাত্রার দিন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে এ ট্রেনের যাত্রীদের।