Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, ‘দুঃখজনক’ বললেন মিথিলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ২৩৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জুলাই–আগস্টে দেশে চলমান ছাত্র–জনতার আন্দোলন নিয়ে কিছু বলতে দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে। এ নিয়ে সাকিব–ভক্তদের ক্ষোভ কাজ করে। আজ শুক্রবার জানা গেল, সাকিব আল হাসান গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি। ঢাকার আদাবর থানায় গতকাল বৃহস্পতিবার রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি দেখানো হয়েছে। সাকিব হত্যা মামলার আসামি, এমন খবরে বিস্মিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন।

সাকিব মামলার আসামি, এমন একটি খবর নিজের ফেসবুকে শেয়ার করে মিথিলা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি অর্থ লোপাটে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের মতো বড় অপরাধিরা এখনো মুক্ত, এমন কথাও উল্লেখ করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করে মিথিলা লিখেছেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তাঁরা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কী বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। সাকিব যা–ই করুক না কেন, সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কী করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।

বাংলাদেশে তানজিয়া মিথিলা নামটি কয়েক বছর ধরে রয়েছে চর্চায়। বাংলাদেশি এই মডেল বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ এর মুকুটজয়ীও তিনি। যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

শোনা গেছে, বাংলাদেশি এই মডেল বলিউডের একটি সিনেমায়ও অভিনয় করেছেন, আর তিনিই তানজিয়া জামান মিথিলা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, ‘দুঃখজনক’ বললেন মিথিলা

প্রকাশের সময় : ০৬:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক : 

জুলাই–আগস্টে দেশে চলমান ছাত্র–জনতার আন্দোলন নিয়ে কিছু বলতে দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে। এ নিয়ে সাকিব–ভক্তদের ক্ষোভ কাজ করে। আজ শুক্রবার জানা গেল, সাকিব আল হাসান গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি। ঢাকার আদাবর থানায় গতকাল বৃহস্পতিবার রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি দেখানো হয়েছে। সাকিব হত্যা মামলার আসামি, এমন খবরে বিস্মিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন।

সাকিব মামলার আসামি, এমন একটি খবর নিজের ফেসবুকে শেয়ার করে মিথিলা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি অর্থ লোপাটে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের মতো বড় অপরাধিরা এখনো মুক্ত, এমন কথাও উল্লেখ করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করে মিথিলা লিখেছেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তাঁরা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কী বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। সাকিব যা–ই করুক না কেন, সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কী করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।

বাংলাদেশে তানজিয়া মিথিলা নামটি কয়েক বছর ধরে রয়েছে চর্চায়। বাংলাদেশি এই মডেল বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ এর মুকুটজয়ীও তিনি। যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

শোনা গেছে, বাংলাদেশি এই মডেল বলিউডের একটি সিনেমায়ও অভিনয় করেছেন, আর তিনিই তানজিয়া জামান মিথিলা।