স্পোর্টস ডেস্ক :
দেশের মাটিতে এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হতে হয়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। নানা সময় বিতর্কে জড়ালেও কখনোই সমর্থকদের রোষের মুখে পড়তে হয়নি সাকিবকে। তবে এবার বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে অনুশীলন শেষে সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি।
যে সমর্থকরা ভালোবেসে ‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ’ নাম দিয়েছিল, তাদেরই একাংশের মুখে শুনতে হলো ‘ভুয়া, ভুয়া’ দুয়োধ্বনি।
রান খরা ঘোচাতে বিশ্বকাপের মাঝে হঠাৎ দেশে পা রেখে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলন সেরেছেন তিনি। তবে এদিন মিরপুর ছাড়ার সময় তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন টাইগার অধিনায়ক।
ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।
এর আগে, দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে তারকা এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।
বিশ্বকাপ মিশনে টানা হেরে চলেছে দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু হলেও পরের চার ম্যাচে টানা হেরে টেবিলের তলানিতে বাংলাদেশ। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না নিজেরও। এমন সময় দল ভারতে রেখে ঢাকায় পা রেখেছেন সাকিব। উদ্দেশ্য, রানখরা ঘোচাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম থেকে টোটকা নেয়া।
মিরপুরে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো নিজের আস্থাভাজন গুরু ফাহিমের উপস্থিতিতে ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটা। প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে মিরপুর ছাড়েন নিজ গাড়িতে। এসময় উপস্থিত সকল গণমাধ্যমকে এড়িয়ে যান টাইগার অধিনায়ক। তবে স্থান ত্যাগ করার পূর্ব মুহূর্তে তাকে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থক তাকে নিয়ে ‘ভুয়া, ভুয়া’ দুয়োধ্বনি তোলে।
চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।
জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর পরদিনই কলকাতার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।